Sunday, October 12, 2025
Homeদুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

দুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। শনিবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটিতে আয়োজনের সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন,

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

৮৪ প্রস্তাব নিয়ে তৈরি জুলাই সনদ

অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

আরো পড়ুন:রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চূড়ান্ত, জুলাই সনদ স্বাক্ষর কখন হবে তা এখনও নির্ধারিত নয়

সব বিষয়ে একমত না হলেও কমিশন জানিয়েছে, আগামীকাল (রোববার) নাগাদ সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও সুপারিশ সরকারের কাছে পেশ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ