Sunday, October 12, 2025
Homeজয়সোয়াল-গিলের সেঞ্চুরির পর ভারতীয় বোলারদের দাপট: চাপে ওয়েস্ট ইন্ডিজ

জয়সোয়াল-গিলের সেঞ্চুরির পর ভারতীয় বোলারদের দাপট: চাপে ওয়েস্ট ইন্ডিজ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টে জয়সোয়াল ও গিলের দুর্দান্ত সেঞ্চুরির পর এখন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে। দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৫১৮/৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে, জবাবে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪০/৪। অর্থাৎ, এখনও ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

দ্বিতীয় দিন সকালে ২ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। আগের দিন সেঞ্চুরি পাওয়া যশস্বী জয়সোয়াল ১৭৩ রানে দিন শুরু করলেও মাত্র ২ রান যোগ করে রানআউট হয়ে ফেরেন। তবে তার আগে দলকে এনে দিয়েছেন মজবুত ভিত।

এরপর ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখান শুবমান গিল। নিতীশ রেড্ডির সঙ্গে ৯১ রানের জুটি গড়েন, এরপর অধিনায়ক হিসেবে খেলেন অসাধারণ ইনিংস। ১২৯ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন গিল। এটি গিলের দশম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে পঞ্চম, বিরাট কোহলির পর এমন কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ভারতীয় তিনি।

আরো পড়ুন:শারজাহর গরম আবহে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল

সহযোগী ব্যাটারদের মধ্যেও ছিল ধারাবাহিকতা সুদর্শন ৮৭, জুরেল ৪৪ ও রেড্ডি ৪৩ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের স্পিন জুটি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব তুলে নেন চার উইকেট।

জাদেজার বলেই প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা সুইপ করতে গিয়ে জন ক্যাম্পবেল শর্ট লেগে ক্যাচ দেন সাই সুদর্শনের হাতে।

এরপর তেজনারায়ণ চন্দরপল (৩৪) ফেরেন জাদেজার দ্বিতীয় শিকার হয়ে।

মাত্র ৯ বলের মধ্যে ১ রানের ব্যবধানে আউট হন অ্যাথানেজ (৪১) ও রোস্টন চেজ, তাতে আরও চাপে পড়ে দল। দিনের শেষে উইকেটে ছিলেন শাই হোপ (৩১) ও টেভিন ইমলাচ (১৪)**।

দুই দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ এখনও ভারতের চেয়ে অনেক পিছিয়ে ৩৭৮ রানের ব্যবধানে। হাতে আছে মাত্র ছয় উইকেট।

দিল্লির পিচে ভারতের স্পিনাররা যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে ম্যাচ বাঁচানোই এখন ওয়েস্ট ইন্ডিজের একমাত্র লক্ষ্য। একসময় ভারতের কাছে জয় ছিল বড় খবর, এখন ড্র করতে পারলেই বাহবা পাবে ক্যারিবীয়রা-পরিস্থিতিটা যেন বদলে দিয়েছে সময় ও শক্তির ব্যবধান।

ভারত প্রথম ইনিংস: ৫১৮/৫ ডিক্লে. (জয়সোয়াল ১৭৫, গিল ১২৯*, সুদর্শন ৮৭, জুরেল ৪৪; ওয়ারিক্যান ৩/৯৮)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪০/৪ (অ্যাথানেজ ৪১, চন্দরপল ৩৪, হোপ ৩১*; জাদেজা ৩/৩৭)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ