Saturday, October 11, 2025
Homeমিস্টার বিন এবার আসছেন ‘ম্যান ভার্সেস বেবি’ কমেডি শো নিয়ে

মিস্টার বিন এবার আসছেন ‘ম্যান ভার্সেস বেবি’ কমেডি শো নিয়ে

বিশ্ববিখ্যাত কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন, যাকে আমরা সবাই চিনি প্রিয় ‘মিস্টার বিন’ নামে, আবারও ফিরছেন হাসির দুনিয়ায়। ‘ম্যান ভার্সেস বেবি’ নামের নতুন নেটফ্লিক্স সিরিজের মাধ্যমে দর্শকদের উপহার দিতে চলেছেন এক ভিন্নধর্মী কমেডি গল্প। নব্বইয়ের দশক থেকে তাঁর নিঃশব্দ হাস্যরস সারা বিশ্বের মানুষকে মাতিয়ে রেখেছে, আর এবারও সেই জাদু ছড়িয়ে দিতে প্রস্তুত তিনি।

নেটফ্লিক্সে আসছে ‘ম্যান ভার্সেস বেবি’

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ম্যান ভার্সেস বি’–এর সিকুয়েল হিসেবে আসছে নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’। ক্রিসমাস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ অক্টোবর প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে, রোয়ান অ্যাটকিনসনকে নানা রকম বাচ্চাদের সঙ্গে মজার পরিস্থিতিতে।

এবার প্রতিদ্বন্দ্বী মৌমাছি নয়, দুই দুষ্টু শিশু

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান ভার্সেস বি’-তে বিংলির সঙ্গে ছিল এক মৌমাছির লড়াই। এবার সেই লড়াই আরও জটিল—প্রতিদ্বন্দ্বী দুটি দুষ্টু শিশু! সিরিজটিতে রোয়ান অ্যাটকিনসন আগের মতোই থাকছেন ‘ট্রেভর বিংলি’ চরিত্রে। গল্পে দেখা যাবে, বিংলি এবার এক স্কুলে কেয়ারটেকার হিসেবে চাকরি নেয়। ক্রিসমাস ছুটিতে যখন আনন্দে ভাসছে, তখনই তার সামনে আসে দুই নাম-পরিচয়হীন শিশু, যাদের দেখাশোনার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। আর এরপর শুরু হয় একের পর এক বিপত্তি, যা বিংলির ছুটি পুরোপুরি ওলটপালট করে দেয়!

আরো পড়ুন: ধরা খেলো রাশমিকা মান্দানার আঙুলের আংটি: যা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে বাগদানের সত্যতা প্রকাশ করে

‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোয়ান অ্যাটকিনসন নিজেই। তাঁর সঙ্গে সহ-রচনায় ছিলেন উইল ভেডিস। আগের মতোই চার পর্বের এই সিরিজে পাওয়া যাবে মিস্টার বিনের সেই পুরনো হাস্যরস, অদ্ভুত সব মুখভঙ্গি আর চেনা পাগলামি।

নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা

সিরিজটির ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, “মিস্টার বিন মানেই শৈশবের স্মৃতি।” নব্বইয়ের দশকের সেই মজার দিনগুলো যেন আবার ফিরে আসছে ‘ম্যান ভার্সেস বেবি’-এর হাত ধরে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ