বাংলাদেশ দল হংকংয়ে পৌঁছেছে, যেখানে ১৪ অক্টোবর স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের ফুটবলাররা। মাত্র একদিন বিশ্রামের সুযোগ পেলেও দল ম্যাচে মনোযোগ ফিরিয়ে আনছে। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন ‘সবার মন খারাপ তবে পরের ম্যাচে দৃষ্টি দিতে হবে।ফ্লাইটে ফাহমিদুল ইসলাম কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে পৌঁছেছেন। হংকংয়ে বাংলাদেশি ফুটবলাররা নতুন উদ্দীপনায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষ ম্যাচে হংকংয়ের কাছে শেষ মিনিটে গোল হজম করে হেরে গেল বাংলাদেশ। ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় হামজা ও শমিতের নেতৃত্বে লাল-সবুজরা জোরালো কমব্যাক দেখায়। শমিত সোমের গোল ৩-৩ সমতা ফিরিয়ে আনে, কিন্তু পরের মুহূর্তে হংকংয়ের রক্ষণভাগের ত্রুটি কাজে লাগিয়ে বিজয়ী গোল হজম করতে হয়।
ম্যাচ শেষে কোনো সময়ও বিশ্রাম নিতে পারেনি দল। আজ শুক্রবার (১০ অক্টোবর) হংকংয়ের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ। ইংল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হামজা, শমিত ও জায়ান আহমেদ সরাসরি দলের সঙ্গে গিয়েছেন। তবে ফাহমিদুলের ক্ষেত্রে ইতালির পাসপোর্ট না থাকায় ভিসা প্রয়োজন হয়েছিল, যা ফ্লাইট ছাড়ার দেড় ঘণ্টা আগে তিনি হাতে পান।
আরো পড়ুন:বাংলাদেশের দল পৌঁছেছে জাতীয় স্টেডিয়ামে, আজ ম্যাচের প্রস্তুতি সম্পন্ন
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সবার মন খারাপ। আমরা ঘুম কম করেছি, কিন্তু এখন পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’ দলের ফোকাস এখন পুরোপুরি ১৪ অক্টোবরের অ্যাওয়ে ম্যাচে। খেলোয়াড়রা ইতিমধ্যে হংকংয়ে পৌঁছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন এবং মাঠের পরিস্থিতি অনুশীলনের মাধ্যমে বুঝে নিচ্ছেন।