Saturday, October 11, 2025
Homeতানজিন তিশা কলকাতার সিনেমা ফেলে বাংলাদেশে আসলেন শাকিব খানের সিনেমার জন্য

তানজিন তিশা কলকাতার সিনেমা ফেলে বাংলাদেশে আসলেন শাকিব খানের সিনেমার জন্য

বলিউড তারকা শরমন জোশির বিপরীতে টালিউড সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। তবে হঠাৎই সেই সিনেমা থেকে সরে দাঁড়ালেন তিনি। গুঞ্জন উঠেছিল ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিশা, কিন্তু অভিনেত্রী নিজেই জানালেন ভিন্ন কারণ— দেশের সিনেমার টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতেই এ সিদ্ধান্ত।

‘ভালোবাসার মরশুম’ নিয়ে গুঞ্জন

গত জুলাইয়ে ঘোষণা দেওয়া হয়েছিল, টালিউডে ‘ভালোবাসার মরশুম’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা। এতে তার বিপরীতে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন জোশি। পরিচালকও নিশ্চিত করেছিলেন তিশার অংশগ্রহণের বিষয়টি। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সিনেমার শুটিং শুরু হয়নি।

সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে— ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নাকি তিশা বাদ পড়েছেন প্রকল্পটি থেকে। এমন খবর নিয়ে নানা জল্পনা শুরু হয় ভক্তদের মাঝে।

নীরবতা ভেঙে সত্য জানালেন তানজিন তিশা

অবশেষে নীরবতা ভাঙলেন তানজিন তিশা। গণমাধ্যমে তিনি বলেন, “আমি নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছি।

আরো পড়ুন: কান্তারা মুভির বক্স অফিস কালেকশন: ৯ দিনেই পিছনে ফেলে দিলো ‘কুলি’ ও ‘ওয়ার ২’ কে ঋষভ শেট্টির সিনেমা

তিশা জানান, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে পড়েছিল। তাই অগ্রাধিকার দিয়েছেন বাংলাদেশের সিনেমাকে। তিনি বলেন, “চেয়েছি নিজের দেশের সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হোক। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগও হাতছাড়া করতে চাইনি।”

‘ভুল খবর’ নিয়ে ক্ষোভ প্রকাশ

কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তানজিন তিশা। তার ভাষায়, “কিছু খবর দেখে অবাক হয়েছি। তারা আমার সঙ্গে কোনো কথা না বলেই লিখেছে। আমি সবসময় চেয়েছি সাংবাদিকরা আমার সঙ্গে কথা বলে লিখুক— কারণ তারা আমার ভাই, সহকর্মী।”

শাকিব খানের সঙ্গে নতুন যাত্রা

সব কিছু ঠিক থাকলে আগামীকাল, ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। এটি হবে তার প্রথম চলচ্চিত্র, যেখানে তিনি নায়িকা হিসেবে অভিষেক করবেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ