Sunday, October 12, 2025
Homeকান্তারা মুভির বক্স অফিস কালেকশন: ৯ দিনেই পিছনে ফেলে দিলো ‘কুলি’ ও...

কান্তারা মুভির বক্স অফিস কালেকশন: ৯ দিনেই পিছনে ফেলে দিলো ‘কুলি’ ও ‘ওয়ার ২’ কে ঋষভ শেট্টির সিনেমা

কান্তারা সিনেমা এক সপ্তাহ পার করেই ভেঙে দিয়েছে কুলি ও ওয়ার সিনেমার রেকর্ড। এখন জনপ্রিয় মুভি সাইয়ারা সিনেমার বক্স অফিস কালেশন ছুতে যাচ্ছে। আশা করা যায় কয়েকদিনে মধ্যে এই রেকর্ড পার করতে পারে। সিনেমাটি পরিচালনা, গল্প লেখা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেট্টি।

আমরা এর আগে যে পার্ট করেছেন কান্তারার তা দেখেছিলাম। সেই সিনেমাতে সেরা অভিনয়ের জন্য কিন্তু ঋষভ শেট্টি ইন্ডিয়ার অভিনেতাদের মধ্যে পুরষ্কার অর্জন করেন। তারপর আমি আপনাদের একটি বিষয় জানাতে চাই তা হলো কান্তারা সিনেমার যুদ্ধের চরিত্রে অভিনয় করার জন্য দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন।

গত শুক্রবার সিনেমাটি একদিনে আয়ের বৃদ্ধি দেখা গিয়েছে। আর সপ্তাহ ‍জুড়ে বেশ শক্তিশালী পারফরমেন্স করেছে বক্স অফিসে। আমরা সূত্রের তথ্য মতে এখন পর্যন্ত ₹৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। কুলি সিনেমা (₹৫১৮ কোটি) এবং ওয়ার সিনেমা (₹৪৭৫ কোটি) আয় করেছেন লাইফটাইমে। যে রেকর্ড ভেঙে দিয়েছে ইতিমধ্যেই।

কান্তারা মুভির বক্স অফিস কালেকশন 2
ছবি: ভিডিও থেকে নেওয়া

কান্তারা চ্যাপ্টার ১ প্রথম নয় দিনে ভারতে আয় করেছেন ₹৩৬০ কোটি নেট (₹৪৩২ কোটি গ্রস)। আর গত এই শুক্রবারেই আয় করেছেন ₹২২ কোটি রুপি নেট। মানে বৃহস্পতিবারের তুলনায় ৬% বেশি।

হম্বালে ফিল্মস হলো এই সিনেমাটির প্রযোজক। তাদের ঘোষণা অনুযায়ী প্রথম আট দিনে বিশ্বব্যাপী আয় করেছেন ₹৫০৯ কোটি গ্রস। আর ৯ দিনের শেষে মোট আয় দাড়ায় আনুমানিক ₹৫৪০ কোটি রুপি। সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বিশ্লেষকদের মতে আয়ের পরিমান বাস্তবে ₹৫২০ কোটির কাছাকাছি হতে পারে।

আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া (১২ অক্টোবর ২০২৫): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি, অন্যত্র শুষ্ক আকাশের সম্ভাবনা

ঋষভ শেট্টির এই সিনেমাটি ভারতের সবচেয়ে বেশি আয়করা ২৫টি মুভির তালিকায় জায়গা দখল করে নেবে। কারণ যে গতিতে আয় বাড়ছে তা আসলেই অসাধারণ। কান্তারা ১০০০ কোটির মাইল ফলক যদি না ছুতে পারে ৮০০ কোটির মাইলফলক কিন্তু পার করবে এটা বলছেন বিশেষজ্ঞরা।

আপনার মতে এই আয় কত হতে পারে তা কমেন্টে লিখতে পারেন। আরো জানাতে পারেন তা হলো সিনেমাটির বিষয়ে আপনার বিশেষ মন্তব্য। আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ