Saturday, October 11, 2025
Homeসিরিজ বাঁচানোর লড়াই আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন।

সিরিজ বাঁচানোর লড়াই আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন।

আবুধাবিতে আজ মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য একটাই সিরিজ বাঁচানো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে লাল সবুজরা। ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি আফগানদের সামনে। তাই আজকের ম্যাচে চাপটা স্পষ্টভাবেই বাংলাদেশের কাঁধে।

প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনাররা আশানুরূপ কিছু করতে পারেননি। তানজিদ হাসান করেন মাত্র ১০ রান আর অভিষেকে ২৬ রানে থামেন সাইফ হাসান। দ্বিতীয় ম্যাচেও এই জুটি দিয়েই শুরু করার সম্ভাবনাই বেশি। যদিও ভিসা জটিলতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম তবে আজ তাঁর খেলার সম্ভাবনা কম।

আরো পড়ুন:মেসি গ্যালারিতে, আর্জেন্টিনা জিতল মাঠে-লো সেলসোর গোলে ভেনেজুয়েলার বিপক্ষে জয়

তিন নম্বরে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে মাত্র ২ রানে আউট হওয়া এই বাঁহাতির ব্যাট থেকে আজ বড় ইনিংসের প্রত্যাশা পুরো দলেই। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী রয়েছেন প্রায় নিশ্চিত। ৭ রানে আউট হলেও নুরুল হাসানও আজ আবার সুযোগ পেতে পারেন।

আবুধাবির ধীরগতির উইকেটে স্পিন শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে ঘূর্ণি জুটি গড়তে পারেন। তবে স্পিন বাড়ালে বাংলাদেশকে হয়তো তিনজনের জায়গায় দুই পেসার নিয়েই নামতে হবে।

বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, আজ তিনি ফিরতে পারেন একাদশে। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। তিন পেসার নিয়ে খেললে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ বা নাহিদ রানা এদের মধ্যে কেউ একজন সুযোগ পাবেন।

বাংলাদেশের পেসাররা সামর্থ্যে কাছাকাছি, তাই আজও দলে রোটেশনের ধারা বজায় থাকতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন-তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ