Saturday, October 11, 2025
HomeOne UI 8.5 আরো উন্নত হয়ে আসছে হোম স্কিনে

One UI 8.5 আরো উন্নত হয়ে আসছে হোম স্কিনে

One UI 8.5 এর ঘড়ি এখন আরো বেশি কাস্টমাইজেবল এবং বুদ্ধিমান। এই ঘড়িটি ওয়ালপেপারে থাকা সকল অবজেক্ট শনাক্ত করে অটোমেটিক ভাবে নতুন রুপে দেখা দেয়। যা দেখতে অনেক ফ্যাশনেবল লাগে। এছাড়াও ওয়ালপেপারের সকল ফন্ট নিজের মতো করে পরিবর্তন করা যাবে। 

স্যামসাংয়ের এবার যে বড় আপডেট আসছে সেখানে আমরা বেশি কয়েকটি নতুন ফিচার লক্ষ করছি। ইতিমদ্যে OS আপডেট, One UI 8.5 টেস্টিং পর্যায়ে রয়েছে। 

One UI 8.5 লিক হওয়া তথ্য জানাচ্ছে অ্যাডাপটিভ ক্লক আরো বেশি কাস্টমাইজ ও মজার হয়েছে

এই আপডেটে এমন একটি উন্নত ক্লক যুক্ত হয়েছে যা মানুষ, পোষা প্রাণী এবং ওয়ালপেপারে থাকা যেকোন অবজেক্ট মুহুর্তের মধ্যেই চিনে ফেলবে। যার ফলে আপনার Galaxy ফোনটি হয়ে উঠবে আরো বেশি আকর্ষনীয় ও ডায়নামিক। 

আরো পড়ুন: Yamaha FZ-X এর টেস্ট রাইড ইভেন্ট আয়োজন করেছে সারা দেশে

এর থেকে আরো মজার বিষয় হলো আপনি যখন আপনার মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন করবেন তখন সাথে সাথে ঘড়িটির স্টাইল ও ওয়ালপেপার অনুযায়ী একটি স্টাইল ধারণ করবে। যার কারণে আপনি সব সময় নিজের হোম স্কিন দেখে একটি নতুন অনুভতি পাবেন। 

যদি আপনি এখনও এই অ্যাডাপটিভ ক্লক সম্পর্কে বা না জানেন বা ব্যবহার না করে থাকেন। তাহলে জেনে রাখুন যে এই ক্লকটি একটি অসাধারণ কাস্টমাইজেবল ক্লক। স্যামসাংয়ের One UI 8.5 অ্যাডাপটিভ ক্লক অ্যাপেলের iOS 26 এর থেকে অনেক বেশি ফ্লেক্সিবল। অ্যাপলের ক্লকটিতে মাত্র একটি ফন্ট দেওয়া আর স্যামসাংয়ের ক্লকটিতে লিক হওয়া তথ্য অনুযায়ী অনেক ধরনে ফন্ট রয়েছে। 

সত্যিকার অর্থে অ্যাপলের iOS 26 এর সাথে স্যামসাংয়ের কিছুটা মিল আছে। অ্যাপলের ক্লকটি ফোনের ওয়ালপেপারের অবজেক্ট গুলোকে দেখার জন্য ঘড়িটি অবজেক্টের পিছনে চলে যায়। এক্ষেত্রে অবজেক্টগুলো দেখতে সুন্দর দেখায়। কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে ওয়াপেপার অনুযায়ী রিয়াক্ট করে থাকে। যাতে সময় আড়াল না হয়। 

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ