Saturday, October 11, 2025
Homeদিল্লিতে জয়সোয়ালের ব্যাটে রানের ফুলঝুরি

দিল্লিতে জয়সোয়ালের ব্যাটে রানের ফুলঝুরি

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩১৮-২। জয়সোয়াল অপরাজিত ১৭৩ রান করে মাঠ ছাড়েন। তাঁর সঙ্গী সাই সুদর্শন আউট হয়েছেন ৮৭ রানে। শুরুটা যদিও খুব ভালো ছিল না লোকেশ রাহুল আউট হয়ে ফেরেন মাত্র ৩৮ রানে। কিন্তু এরপর জয়সোয়াল–সুদর্শন জুটি ক্যারিবীয় বোলারদের পুরোপুরি ব্যতিব্যস্ত করে দেন।

১৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা জয়সোয়াল খেলেছেন আত্মবিশ্বাস আর পরিপক্বতায় ভরপুর এক ইনিংস। হেলমেটে চুমু দিয়ে, দুই হাত জুড়ে বানিয়েছেন ভালোবাসার প্রতীক নিজের চেনা উদ্‌যাপনেই সেঞ্চুরি উৎসর্গ করেছেন তিনি।

বয়সে তরুণ, কীর্তিতে কিংবদন্তি

মাত্র ২৩ বছর বয়সে জয়সোয়াল যেটা করেছেন, তা ক্রিকেট ইতিহাসে বিরল। ২৪ বছর হওয়ার আগেই তাঁর সেঞ্চুরির সংখ্যা এখন । এর আগে এত কম বয়সে এত সেঞ্চুরি ছিল কেবল তিন কিংবদন্তির

  • ডন ব্র্যাডম্যান – ১২ সেঞ্চুরি
  • শচীন টেন্ডুলকার – ১১ সেঞ্চুরি
    • গ্যারি সোবার্স – ৯ সেঞ্চুরি

অর্থাৎ, জয়সোয়াল এখন হাঁটছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবময় পথেই।

ধারাবাহিকতায় অবিশ্বাস্য জয়সোয়াল

আরো পড়ুন :স্টার্কের বিগ ব্যাশে পুরোনো স্মৃতি

আরও বিস্ময়কর তথ্য হলো জয়সোয়ালের করা ৭ সেঞ্চুরির মধ্যে পাঁচটিই ১৫০ রানের বেশি। টেস্ট ক্রিকেটে ২৪ বছরের আগে দেড় শ ছাড়ানো ইনিংসের দিক থেকে তাঁর ওপরে শুধু ব্র্যাডম্যান (৮টি ইনিংস)।

অভিষেকের পর থেকে তাঁর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেননি কোনো ওপেনার। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট, যার সেঞ্চুরি মাত্র ৪টি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ