বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড নারী দলের লড়াইয়ে শুরুতেই বাজিমাত করেছে লাল-সবুজরা। ইংল্যান্ডের বিপক্ষে হতাশাজনক হারের পর আজ গোহাটিতে নতুন উদ্যমে মাঠে নামে নিগার সুলতানার দল। শুরুতে কিছুটা স্থির থাকলেও মাত্র তিন রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। রাবেয়া খানের ঘূর্ণি, নিগার জ্যোতির নিখুঁত স্টাম্পিং আর রানআউটের সমন্বয়ে একপর্যায়ে ৩৫ রানে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড নারী দল।
গোহাটির মাটিতে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড নারী দল। ওপেনার জুটি জর্জিয়া প্লিমার ও সুজি বেটস প্রথমে দলকে ভালো শুরু এনে দিলেও নবম ওভার থেকেই ম্যাচের চিত্র বদলে যায়।
৮.২ ওভারে রাবেয়া খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে সামনে এগিয়ে খেলতে যান প্লিমার। নিগার সুলতানা জ্যোতির তীক্ষ্ণ স্টাম্পিংয়ে ফিরে যান তিনি, ইনিংসের প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড।
মাত্র দুই বল পরই ঘটে বড় ভুল রানের জন্য ছুটতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান অভিজ্ঞ সুজি বেটস। তিনি করেন ৩৩ বলে ২৯ রান।
আরো পড়ুন :ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরার হতাশ মুখভঙ্গি ।
এরপর রাবেয়া আবার আঘাত হানেন। তাঁর ঘূর্ণিতে বোল্ড হয়ে যান আমেলিয়া কের। মাত্র তিন রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।
হেলিডে ও ডিভাইনের জুটি ফিরিয়ে আনে আশার আলো
প্রাথমিক বিপর্যয়ের পর ব্রুক হেলিডে ও সোফি ডিভাইন জুটি বাঁধেন। তাঁদের ৫০ রানের পার্টনারশিপ নিউজিল্যান্ডকে ফিরিয়ে আনে ম্যাচে। তবে এখনো পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ মূলত বাংলাদেশের হাতেই, রাবেয়া ও সঙ্গীদের দারুণ বোলিংয়ে কিউইদের রান ওঠছে ধীর গতিতে।
বাংলাদেশের লক্ষ্য-চাপ ধরে রাখা
ইংল্যান্ড ম্যাচের ভুলে শেখা বাংলাদেশ নারী দল আজ অনেক বেশি শৃঙ্খলিত বোলিং করছে। রাবেয়া, মারুফা ও সানজিদা ত্রয়ী মিলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে তৈরি করেছেন প্রচণ্ড চাপ। ম্যাচের অগ্রগতিতে বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়া।