Thursday, October 9, 2025
Homeফাইনালে আর্জেন্টিনা

ফাইনালে আর্জেন্টিনা

চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তারা।

দলের পক্ষে জোড়া গোল করেন মাহের কারিসো। এছাড়া একটি করে গোল করেন আলেহো সারকো ও মাতেও সিলভেট্টি। ম্যাচের প্রথম মিনিটে ডিলান গোলোসিতোর পাস থেকে আলেহো সারকো আর্জেন্টিনাকে ১-০ তে এগিয়ে দেন। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে কারিসো দ্বিতীয় গোল করেন।

আরো পড়ুন:হামজারা নিয়ম ভেঙেছেন ক্ষোভে ফুঁসছেন হংকং কোচ ওয়েস্টউড

প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়া দুটি সুযোগ পেলেও আর্জেন্টিনার গোলরক্ষক বারবি তা প্রতিহত করেন এবং ক্লিন শিট বজায় রাখেন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণমূলক খেলায় ৩-০ গোল করেন কারিসো। ম্যাচের শেষ গোলটি আসে সিলভেট্টির পা থেকে, যিনি প্রতিপক্ষের রক্ষণভেদ করে চমৎকার ড্রিবলের মাধ্যমে বল জালে পাঠান।

এবার আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ