Thursday, October 9, 2025
Homeএবার উৎসবে দারুন অফার আর  নতুন রং নিয়ে হাজির সুজুকি জিক্সার এবং...

এবার উৎসবে দারুন অফার আর  নতুন রং নিয়ে হাজির সুজুকি জিক্সার এবং জিক্সার এস এফ

Suzuki দেশ এবং দেশের বাইরে সব জায়গাতেই একটা জনপ্রিয় নাম বাইকপ্রেমীদের কাছে। এবার উৎসব উপলক্ষে সুজুকি তাদের নতুন রং নিয়ে এসেছে বাজারে এই রঙের পরিবর্তন দেখা যাবে সুজুকি জিক্সার এবং জিক্সার এস এফ এই দুটি বাইকে। 

উৎসব শুরু হওয়ার সাথে সাথে suzuki তাদের সকলকে তাদের জন্য অনেক ভালো ভালো কিছু অফার এবং তাদের যে দুটি জনপ্রিয় বাইক রয়েছে- suzuki gixxer এবং gixxer ‍SF এই দুই মডেলে নতুন রঙে আনছে বাজারে। 

সম্পূর্ণ শেয়ারিং যুক্ত জিক্সার এসএফ এখন পাওয়া যাবে দুইটি নতুন কালারের যা দেখামাত্রই চড়তে ইচ্ছা করবে। এই কালার টোন দুটি হল: মেটালিক ওর্ট গ্রে + পার্ল মিরা রেড এবং গ্লাস স্পার্কল ব্ল্যাক + মেটালিক ওর্ট গ্রে। এই মডেলের বাইকটি পাওয়া যাবে ১ লাখ ৩৭ হাজার রুপিতে ভারতের এক্স শো রুম দিল্লিতে। 

অন্যদিকে, নেকেড গিক্সার পাওয়া যাবে তিনটি নতুন রঙে। রং তিনটি হলো: মেটালিক ওর্ট গ্রে + পার্ল মিরা রেড, গ্লাস স্পার্কল ব্ল্যাক + মেটালিক ওর্ট গ্রে, এবং মেটালিক ট্রাইটন ব্লু + গ্লাস স্পার্কল ব্ল্যাক। এই বাইকটির দাম শুরু হয়েছে ১ লাখ ২৬ হাজার রুপিতে ভারতের এক্স শো রুম দিল্লিতে। 

আরো পড়ুন: BMW CE 02: সাহসী ডিজাইন এর নতুন ইলেক্ট্রিক বাইক

নতুন রঙের সাথে যে অফার গুলো দিচ্ছেন কোম্পানি তা হলো: এক্সচেঞ্জ বোনাস, কম খরচে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এবং আকর্ষণীয় ইন্স্যুরেন্স সুবিধা। উভয় বাইকের জন্য এক্সচেঞ্জ বোনাস সর্বোচ্চ ₹৫,০০০, এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যানের দাম ₹১,৯৯৯। এছাড়া, গিক্সার এসএফ ক্রেতারা সর্বোচ্চ ₹৭,০০০ পর্যন্ত ইন্স্যুরেন্স ছাড় পাবেন, আর গিক্সার মডেলে থাকবে ₹৬,০০০ পর্যন্ত ছাড়।

এবার উৎসবে দারুন অফার আর নতুন রং নিয়ে হাজির সুজুকি জিক্সার এবং জিক্সার এস এফ 1
ছবি: সংগৃহীত

এছাড়াও যদি দুটি ১৫৫ সিসি বাইক নেয় তাহলে তিনি পাবেন সহজ ফাইন্যান্সিং স্কিম। যার মধ্যে একটি সম্পূর্ণ লোন অপশন আরেকটি হলো নো-হাইপোথিকেশন ওনারশিপ। তাহলে বুঝতে পারছেন সরাসরি বাইকের মালিকানা পাওয়ার সুযোগ দিচ্ছে সুজুকি। 

এই ঘোষণাটি দিয়েছেন সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রা. লি.-এর বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট দীপক মুত্রেজা বলেন। 

যান্ত্রিক দিক থেকে উভয় গিক্সার মডেলেই ব্যবহৃত হয়েছে একই শক্তিশালী ১৫৫ সিসি বিএস৬ OBD-2B কমপ্লায়েন্ট সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৮,০০০ rpm-এ সর্বোচ্চ ১৩.৪ bhp পাওয়ার এবং ৬,০০০ rpm-এ ১৩.৮ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

বাইক দুটিতে রয়েছে ব্লুটুথ-সক্ষম সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা Suzuki Ride Connect অ্যাপ-এর সঙ্গে সংযুক্ত হয়ে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, কল ও নোটিফিকেশন অ্যালার্টসহ আরও নানা স্মার্ট রাইডিং সুবিধা প্রদান করে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ