প্রথমবারের মতো সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হলো মাগুরা পৌর বিএনপি সম্মেলন। দ্বিবার্ষিক এই নির্বাচনে সভাপতি হয়েছেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ হাসান খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আঞ্জুম হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী মাজহারুল হক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ভোটে অংশ নেন প্রায় শতভাগ সদস্য।
মূল প্রতিবেদন:
মাগুরায় ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন করল বিএনপি। প্রথমবারের মতো সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হলো পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ঘোষণা করা হয় ফলাফল।
সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ হাসান খান, সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আঞ্জুম হাসান, আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক যুবদল নেতা কাজী মাজহারুল হক।
আরো পড়ুন : নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল
ভোট পরিচালনা কমিটির সদস্যদের বরাতে জানা গেছে, তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী অংশ নেন। মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ৭১ জন করে মোট ৬৩৯ জন ভোটার ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন,এমন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পৌর বিএনপির সম্মেলন এবারই প্রথম। প্রায় শতভাগ ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর আগে প্রতিটি ওয়ার্ডেও একই প্রক্রিয়ায় সম্মেলন সম্পন্ন হয়েছে।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান। স্থানীয় নেতাদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবের আমেজে ভরপুর।