বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। কিন্তু জয়ের পরও সন্তুষ্ট নন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। কারণ, দলের সিনিয়র ব্যাটার রহমত শাহ ফিফটি তুলে নিয়েই সহজ এক শট খেলতে গিয়ে আউট হন। ম্যাচ শেষে হাশমত জানান, এমন সময়ে সেট ব্যাটারদের দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করা উচিত ছিলবিশেষ করে সিনিয়রদের।
মূল প্রতিবেদন:
আবুধাবিতে ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতালের পর তৃতীয় উইকেটে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৭৮ রানের সেই জুটি দলের ভিত্তি গড়ে দেয়।
কিন্তু ফিফটি তুলে নেওয়ার পর হঠাৎই ছন্দপতন। তানজিম হাসান সাকিবের ছোট লেন্থের বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দেন রহমত শাহ। আর তাতেই ক্ষোভ ঝরে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির কণ্ঠে।
ম্যাচশেষে তিনি বলেন গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল। কিন্তু রহমত নিজের উইকেটটা দিয়ে এসেছে। এই পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই, তখন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করা উচিত। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি তার প্রতি কঠোর কারণ সে দলের সিনিয়র ক্রিকেটার।
আরো পড়ুন:পর্তুগালের জার্সিতে রোনালদো জাতীয় দলের হয়ে মাঠে লড়ছেন রোনালদো।
রহমতের আউটের পর পরই ফেরেন গুরবাজও (৫০)। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪০ রানের ঝড়ো ইনিংস আর অধিনায়ক হাশমতউল্লাহর অপরাজিত ৩৩ রানে সহজ জয় পায় আফগানরা।
জয়ের পর দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট আফগান অধিনায়ক বলেন দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। বিশেষ করে ফিল্ডিংয়ে আমরা অনেক উন্নতি করেছি। একটা ভালো রানআউট করতে পেরেছি, ক্যাচ ধরেছি নিজের পারফরম্যান্সেও আমি খুশি।
বাংলাদেশের ইনিংসে হৃদয়ের রানআউট ও রশিদের তিন উইকেটে থেমে যায় বাংলাদেশের সম্ভাবনা। ৪৮.৫ ওভারে গুটিয়ে যায় দলটি ২২১ রানে।
এদিকে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আজমতউল্লাহ ওমরজাই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর, আবুধাবিতেই।