বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সিরিজ
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সিরিজ। আবুধাবির গরম আবহে তিন ম্যাচের এই লড়াইয়ে আফগানিস্তান চায় নিজেদের হারানো ছন্দ ফিরে পেতে, আর টাইগাররা চায় টি-টোয়েন্টির ধবলধোলাইয়ের জয়ের ধারা ধরে রাখতে। সাকিব আল হাসান বোলিংয়ে এবং মুশফিকুর রহিম ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে মুখিয়ে। আগের পরিসংখ্যান বলছে, এই সিরিজে হতে যাচ্ছে জমজমাট এক প্রতিদ্বন্দ্বিতা।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: পরিসংখ্যান যুদ্ধে দুই দল সমান তালে
টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর এবার পঞ্চাশ ওভারের ফরম্যাটে নতুন অধ্যায় শুরু করছে দুই দল। লাহোরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৩৪ রান, অন্যদিকে চট্টগ্রামে আফগানিস্তান করেছে ৩৩১। তবে সর্বনিম্ন রানের দিক দিয়ে আফগানরাই পিছিয়ে চট্টগ্রামে মাত্র ১২৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
ব্যাট হাতে বাংলাদেশের ভরসা মুশফিকুর রহিম। দুই দলের লড়াইয়ে তিনি করেছেন সর্বাধিক ৪৬০ রান। আফগানিস্তানের হয়ে রানমেশিন রহমানউল্লাহ গুরবাজ আছেন ৪৪৯ রানে। চট্টগ্রামে তাঁর ১৪৫ রানের ইনিংস এখনো অমলিন।
আরো পড়ুন : রাঙ্গাটুঙ্গীর খুদে ফুটবলারদের সঙ্গে কিশোর আলোর আনন্দঘন এক দিন
বোলিংয়ে এগিয়ে সাকিব, চ্যালেঞ্জে রশিদ
বোলিংয়ে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান ৩০ উইকেট নিয়ে শীর্ষে তিনি। আফগানিস্তানের ভরসা রশিদ খান, যিনি নিয়েছেন ২৪ উইকেট। সাউদাম্পটনে সাকিবের ৫/২৯ কিংবা শারজায় গজনফারের ৬/২৬ দুটি পারফরম্যান্সই দুই দেশের ভক্তদের স্মৃতিতে গেঁথে আছে।
জুটিতে লিটন-মুশফিক বনাম গুরবাজ-জাদরান
চট্টগ্রামে লিটন দাস ও মুশফিকের ২০২ রানের জুটি বাংলাদেশকে এনে দিয়েছিল ঐতিহাসিক জয়। বিপরীতে গুরবাজ-জাদরান জুটি গড়েছিল আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫৬ রান। সেই স্মৃতি নিয়েই আজ দুই দল আবার মুখোমুখি হচ্ছে আবুধাবির গরম মাটিতে।