ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের জঙ্গলবিলাশ মাঠে এবার জমে উঠেছিল এক ভিন্নরকম উৎসব। জনপ্রিয় কিশোরপত্রিকা কিশোর আলো–এর ১২তম বর্ষপূর্তি উপলক্ষে সেখানে দিনভর আয়োজন হয় খেলা, গান, নাচ আর অনুপ্রেরণার।
‘যত দূর যেতে চাও, তত দূর তোমার এই স্লোগান সামনে রেখে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে দিনটি কাটায় কিশোর আলোর টিম। নেতৃত্বে ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।
আরো পড়ুন : ব্রাজিল–ফ্রান্স–ক্যামেরুনের ফুটবলারদের দলে হংকং, ঢাকায় নামছে তারকায় ভরা স্কোয়াড
খুদে ফুটবলারদের উৎসাহ দিতে কিশোর আলোর টিম
ছোট ছোট মেয়েরা যখন মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে, তখন পাশে ছিলেন কিশোর আলোর কর্মীরা। তাঁদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটান একাডেমির কোচ ও স্থানীয় শিক্ষকরা। দিনটি শুধু আনন্দের নয়, ছিল অনুপ্রেরণারও—স্বপ্ন দেখার, এগিয়ে যাওয়ার।
কেক কাটা, খেলা আর নাচে উৎসবের রঙ
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান। এরপর মাঠে চলে ফুটবল নিয়ে বিভিন্ন মজার খেলা ও প্রতিযোগিতা। খুদে খেলোয়াড়রা নাচে-গানে মাতিয়ে তোলে পরিবেশ।
কিশোর আলোর পক্ষ থেকে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় টি-শার্ট, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং খেলোয়াড় বৃত্তি।
অনুপ্রেরণার গল্পে ভরপুর এক দিন
রাঙ্গাটুঙ্গীর মাঠজুড়ে দিনটি ছিল আনন্দ, উচ্ছ্বাস আর স্বপ্নে ভরা। ছোট ছোট মেয়েরা জানাল তাদের লক্ষ্য—একদিন দেশের হয়ে খেলবে তারা। আর কিশোর আলো তাদের বলেছে, “যত দূর যেতে চাও, তত দূর তোমার।”