Thursday, October 9, 2025
Homeএ মাসেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে স্পেন, ফ্রান্স, পর্তুগালসহ একঝাঁক দল

এ মাসেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে স্পেন, ফ্রান্স, পর্তুগালসহ একঝাঁক দল

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে এবার খেলবে রেকর্ড ৪৮ দল। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আগেই জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব পেরিয়ে এখন পর্যন্ত আরও ১৮ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আরও একাধিক দেশ পেয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোর সেই মহাযজ্ঞের টিকিট।

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন দল এ মাসেই নিশ্চিত করতে পারে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা।

ইউরোপ: প্রথম টিকিট নিশ্চিত হতে পারে এই মাসেই

ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে এখনই তৈরি হতে পারে প্রথম নিশ্চিত দল। একাধিক সমীকরণ মিলে গেলে অক্টোবরের মাঝামাঝি কিছু দেশ নিশ্চিত করতে পারে বিশ্বকাপ।

  • ১২ অক্টোবর: সম্ভাবনা আছে ক্রোয়েশিয়ার।
  • ১৩ অক্টোবর: টিকিট পেতে পারে ফ্রান্স, স্লোভাকিয়া ও সুইজারল্যান্ড।
  • ১৪ অক্টোবর: সুযোগ আছে ইংল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ও স্পেনের।

কনক্যাকাফ অঞ্চল: টিকিটের দোরগোড়ায় হন্ডুরাস ও জ্যামাইকা

উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে (কনক্যাকাফ) আয়োজক তিন দেশ বাদে বাকি দলগুলো এখন লড়ছে বাছাইপর্বে। ১৪ অক্টোবরের মধ্যেই হন্ডুরাস ও জ্যামাইকা নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে।

এশিয়া: ছয় দলের মধ্যে দুই টিকিটের লড়াই

এশিয়ার আটটি সরাসরি জায়গার মধ্যে ছয়টি ইতিমধ্যেই নির্ধারিত। বাকি দুটি স্থানের জন্য লড়ছে ছয় দল।

  • গ্রুপ এ: কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান
  • গ্রুপ বি: সৌদি আরব, ইরাক, ইন্দোনেশিয়া

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি যাবে বিশ্বকাপে। দুই রানার্সআপ খেলবে প্লে–অফে, যার বিজয়ী যাবে আন্তমহাদেশীয় প্লে–অফে।
বিশেষ উল্লেখযোগ্য ২০২২ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব এখনো নিশ্চিত করতে পারেনি নিজেদের টিকিট।

আরো পড়ুন : বাংলাদেশের হারে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক, আউট ভেবেছিলেন হিদার নাইটও

আফ্রিকা: মরক্কো ও তিউনিসিয়ার সঙ্গে আরও সাত দল

আফ্রিকা থেকে ইতোমধ্যে মরক্কো ও তিউনিসিয়া নিশ্চিত করেছে বিশ্বকাপ। অক্টোবরেই আরও সাতটি দল যোগ দিতে পারে তাদের সঙ্গে।

  • মিসর: মোহাম্মদ সালাহর দলটির দরকার মাত্র একটি জয়। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই নিশ্চিত হবে টিকিট।
  • সেনেগাল: সাদিও মানের দল জিতলে এবং কঙ্গো যদি টোগোর কাছে হারে, তাহলে ১০ অক্টোবরেই বিশ্বকাপ নিশ্চিত করতে পারে সেনেগাল।
  • ‘সি’ গ্রুপ: বেনিন ও দক্ষিণ আফ্রিকা ১৪ পয়েন্টে সমান অবস্থায়, তবে নাইজেরিয়া ও রুয়ান্ডাও এখনো লড়াইয়ে।
  • কেপ ভার্দে: আজ লিবিয়াকে হারালেই প্রথমবারের মতো বিশ্বকাপে উঠবে দ্বীপরাষ্ট্রটি।
  • আইভরি কোস্ট বনাম গ্যাবন: ‘এফ’ গ্রুপে আইভরি কোস্টের সুবিধা একটু বেশি। ১৪ অক্টোবর পর্যন্ত ফলাফলের অপেক্ষা।
  • আলজেরিয়া: সোমালিয়াকে হারালেই নিশ্চিত বিশ্বকাপ।
  • ঘানা: মাদাগাস্কার পয়েন্ট হারালে মধ্য আফ্রিকাকে হারিয়ে জায়গা পেতে পারে ঘানা।

সম্ভাব্য দৃশ্যপট

সব মিলিয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে অন্তত ১৫ থেকে ১৮টি দেশ। এর মধ্যে ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ড সবচেয়ে এগিয়ে। আফ্রিকায় নজর থাকবে সালাহ–মানেদের দিকে, আর এশিয়ায় দৃষ্টি থাকবে সৌদি আরব–কাতার দ্বৈরথে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ