উয়েফার অনুমতিতে মায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচ, বিতর্কে ফুটবল বিশ্ব
উয়েফার অনুমতিতে মায়ামিতে বার্সেলোনা ম্যাচ আয়োজনের পথ এখন প্রায় পরিষ্কার। দীর্ঘদিনের আলোচনার পর অনিচ্ছা সত্ত্বেও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা স্পেনের লা লিগার বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে। ফিফার নীতিমালা এখনো স্পষ্ট না হলেও, ব্যতিক্রম হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অনুমোদন ঘিরে সমর্থক ও ক্লাবগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
মায়ামিতে বার্সেলোনা ম্যাচে উয়েফার অনিচ্ছুক অনুমোদন
ঘরোয়া লিগের ম্যাচ বিদেশে আয়োজনের নীতির বিরোধী অবস্থান থেকেই বরাবরই দৃঢ় ছিল উয়েফা। তবু ফিফার অস্পষ্ট নিয়ম ও দীর্ঘ আলোচনার পর সংস্থাটি এবার ব্যতিক্রম করেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা–ভিয়ারিয়ালের ম্যাচ আয়োজনের প্রস্তাবে তারা ‘অনিচ্ছায়’ সম্মতি দিয়েছে। একইভাবে ইতালিয়ান সিরি আ’র এসি মিলান–কোমো ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
ইউরোপজুড়ে সমালোচনার ঝড়
উয়েফা বলেছে, তারা এখনো দেশভিত্তিক লিগের স্বকীয়তা রক্ষায় অটল। কিন্তু ফিফার নিয়ম অস্পষ্ট থাকায় সাময়িক ছাড় দিতে হয়েছে। তবে ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাব, খেলোয়াড় সংগঠন ও সমর্থকগোষ্ঠী এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। সমর্থকদের আশঙ্কা, এতে ঘরোয়া লিগের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হবে এবং ক্লাব–সমর্থক সম্পর্ক দুর্বল হয়ে পড়বে।
বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচের সম্ভাব্য তারিখ ও জটিলতা
আগামী ২১ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে একই দিন এনএফএলের দল মায়ামি ডলফিনসেরও ঐ মাঠে খেলার সূচি রয়েছে। ফলে এক দিনের ব্যবধানে দুটি বড় ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
লা লিগার বড় জয়, তবে অনিশ্চয়তা রয়ে গেছে
২০১৭ সাল থেকেই যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর উয়েফার এই ‘আংশিক অনুমতি’ লা লিগার জন্য বড় জয়। এখন বিষয়টি যাবে ফিফা ও কনকাক্যাফের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। তবে স্পেনের খেলোয়াড় সংগঠন ও রিয়াল মাদ্রিদের মতো কিছু ক্লাব এখনো বিষয়টির বিরোধিতা করছে। প্রয়োজনে তারা বিষয়টি ক্রীড়া সালিসি আদালতে তুলতেও পারে।
আরো পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলনে আত্মবিশ্বাসী মারুফা আক্তার
ভবিষ্যতে ফিফা ও উয়েফার যৌথ উদ্যোগে নতুন নীতিমালা
উয়েফা জানিয়েছে, ফিফার সঙ্গে যৌথভাবে তারা এমন একটি নীতিমালা তৈরি করতে চায়, যাতে ঘরোয়া লিগের মৌলিকত্ব ও ক্লাব–সমর্থক সম্পর্ক অক্ষুণ্ন থাকে। ফলে আগামী দিনে ইউরোপীয় ফুটবলে ঘরোয়া ম্যাচ বিদেশে আয়োজনের ধারা আবারও পুনর্বিবেচনার আওতায় আসতে পারে।