Tuesday, October 7, 2025
Homeভিঞ্চিয়া শেল্‌টেক টাওয়ার, তেজগাঁও—শেল্‌টেকের নতুন প্রিমিয়াম বাণিজ্যিক প্রকল্প

ভিঞ্চিয়া শেল্‌টেক টাওয়ার, তেজগাঁও—শেল্‌টেকের নতুন প্রিমিয়াম বাণিজ্যিক প্রকল্প

টাইটেল ১:

ঢাকার প্রাইম লোকেশনে শেল্‌টেকের প্রিমিয়াম কমার্শিয়াল স্পেস উদ্যোক্তাদের নতুন আস্থার ঠিকানা

টাইটেল ২:

নারী উদ্যোক্তা নীলিমার পছন্দের গন্তব্য ঢাকায় শেল্‌টেকের প্রিমিয়াম অফিস স্পেস

ইন্ট্রো প্যারাগ্রাফ (৭২ শব্দ)

ঢাকার প্রাইম লোকেশনে শেল্‌টেকের প্রিমিয়াম কমার্শিয়াল স্পেস এখন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে। সফল নারী উদ্যোক্তা নীলিমা চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের জন্য এমন এক আধুনিক অফিস স্পেস খুঁজছেন, যা শুধু ব্যবসার পরিধিই বাড়াবে না, ব্র্যান্ড ইমেজেও আনবে নতুন মাত্রা। আধুনিক নকশা, উন্নত অবকাঠামো আর সহজ যোগাযোগের সুবিধায় শেল্‌টেকের প্রিমিয়াম প্রকল্পগুলো এখন করপোরেট জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।

শেল্‌টেকের প্রিমিয়াম কমার্শিয়াল স্পেসে আধুনিকতা ও আস্থা

রাজধানীর তেজগাঁও, মিরপুর রোড, কাকরাইল ও মোহাম্মদপুরে শেল্‌টেক তাদের ‘স্যাফায়ার সিরিজ’-এর আওতায় গড়ে তুলছে একের পর এক আধুনিক কমার্শিয়াল ভবন। প্রতিটি প্রকল্পেই রয়েছে উন্নত ফায়ার সেফটি সিস্টেম, দ্রুতগতির লিফট, পর্যাপ্ত পার্কিং, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ও নিরাপত্তার নিশ্চয়তা। এসব সুবিধা করপোরেট প্রতিষ্ঠানের জন্য এনে দিচ্ছে বিশ্বমানের কর্মপরিবেশ।

🏢 তেজগাঁওয়ের ভিঞ্চিয়া শেল্‌টেক টাওয়ার

শেল্‌টেকের ‘ভিঞ্চিয়া টাওয়ার’ তেজগাঁওয়ের করপোরেট হাবে ১৪ তলা আধুনিক ভবন হিসেবে উঠে আসছে। আন্তর্জাতিক মানের নকশায় তৈরি এই টাওয়ারে থাকছে ৭৭১ থেকে ৭২১৭ বর্গফুট পর্যন্ত অফিস স্পেস। প্রধান সড়কের পাশে হওয়ায় এটি ব্যবসায়িক যোগাযোগের জন্য আদর্শ স্থান।

আরো পড়ুন :বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে: আলো, ফানুস আর ভক্তির উজ্জ্বল উৎসব

🏢 মিরপুর রোডের শেল্‌টেক এলিগ্যান্ট টাওয়ার

কালাবাগান লেক সার্কাসে গড়ে উঠছে ‘শেল্‌টেক এলিগ্যান্ট টাওয়ার’—ঢাকার বাণিজ্যিক স্থাপত্যের নতুন সংযোজন। এখানে ছোট ও বড় করপোরেট অফিসের জন্য রয়েছে ২,৩০০ থেকে ৪,৪০০ বর্গফুটের স্পেস, দ্রুতগতির লিফট ও ৭৮টি পার্কিং সুবিধা।

🏢 কাকরাইলের সিটিস্কেপ হাইটস ও ক্যাপিটাল সেন্টার

কাকরাইলে দুটি উল্লেখযোগ্য প্রকল্প—‘সিটিস্কেপ হাইটস’ ও ‘ক্যাপিটাল সেন্টার’। উন্নত স্থাপত্য ও টেকসই নির্মাণে এগুলো ব্যবসায়ীদের জন্য এনে দিচ্ছে নির্ভরতার এক নতুন ধারা।

🏢 মোহাম্মদপুরের শেল্‌টেক এমএইচ হাইটস

আসাদ অ্যাভিনিউতে গড়ে উঠছে ১৪ তলা ‘এমএইচ হাইটস’, যেখানে ছোট-বড় বিভিন্ন ধাঁচের ব্যবসার জন্য রয়েছে উপযোগী স্পেস ও আধুনিক ডিজাইন।

নারী উদ্যোক্তাদের নতুন আস্থার ঠিকানা

সফল উদ্যোক্তা নীলিমা চৌধুরীর মতো অনেকেই এখন ব্যবসার স্থায়ী ঠিকানা হিসেবে শেল্‌টেকের প্রিমিয়াম কমার্শিয়াল স্পেস বেছে নিচ্ছেন। কারণ, উন্নত অবকাঠামোর পাশাপাশি প্রতিষ্ঠানটি সময়মতো হস্তান্তর ও টেকসই নির্মাণে দীর্ঘদিন ধরে আস্থা অর্জন করেছে।

📞 যোগাযোগ

স্যাফায়ার সিরিজের পছন্দের কমার্শিয়াল স্পেস বুকিং দিতে কল করুন ১৬৫৫০ নম্বরে অথবা ভিজিট করুন www.sheltech.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ