Tuesday, October 7, 2025
Homeবিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতায় গাজীপুরে মানববন্ধন, ভোগান্তির শেষ কবে?

বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতায় গাজীপুরে মানববন্ধন, ভোগান্তির শেষ কবে?

বিআরটি প্রকল্প এক যুগেও শেষ হয়নি, অথচ গাজীপুরবাসীর দুর্ভোগ যেন দিন দিন বেড়েই চলছে। সড়কজুড়ে ধুলাবালি, যানজট আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ মানুষ আজ রাস্তায় নেমেছে। আজ সোমবার সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় স্থানীয় নাগরিক ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, বিআরটি প্রকল্প উন্নয়নের নামে এখন হয়ে উঠেছে ‘দুর্ভোগের প্রতীক’।

মূল সংবাদ:

গাজীপুরে বহুল আলোচিত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় এক যুগ আগে। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ হয়নি কাজের অর্ধেক।

আজ সোমবার সকালে প্রকল্পের দীর্ঘসূত্রতা ও জনদুর্ভোগের প্রতিবাদে গাজীপুর চৌরাস্তা এলাকায় মানববন্ধন আয়োজন করে স্থানীয় নাগরিক সংগঠন গাজীপুর উন্নয়ন আন্দোলন পরিষদ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই প্রকল্প এখন গাজীপুরবাসীর অভিশাপ। প্রতিদিন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন।”

স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, “বিআরটির কাজের ধীরগতি শুধু মানুষকে নয়, ব্যবসাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দোকানে ক্রেতা আসে না, পণ্য আনানেও কঠিন হয়ে পড়েছে।”

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, প্রকল্প এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকজন শ্রমিক ও পথচারী প্রাণ হারিয়েছেন কাজের অব্যবস্থাপনার কারণে।

আরো পড়ুন:গিল অধিনায়কত্ব চাননি, নির্বাচকেরা চাপিয়ে দিয়েছে: কাইফের বিস্ফোরক দাবি

প্রকল্পের ধীরগতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে

২০১২ সালে অনুমোদিত এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে রোডস অ্যান্ড হাইওয়েজ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ব্রিজ বিভাগ। তবে একাধিক সংস্থার কাজের সমন্বয় না থাকায় কাজ বারবার বন্ধ থেকেছে।

প্রকল্পের একাধিক কন্ট্রাক্টর পরিবর্তন, বাজেট বৃদ্ধি ও দুর্নীতির অভিযোগেও পিছিয়েছে কাজ। সর্বশেষ সময়সূচি অনুযায়ী চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে অগ্রগতি এখনো সন্তোষজনক নয়।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে প্রকল্পের দ্রুত সমাপ্তি দাবি করে বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু এই উন্নয়ন যেন মানুষের জীবন থামিয়ে না দেয়।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ