Monday, October 6, 2025
Homeনারী বিশ্বকাপে টস বিতর্ক: পাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’

নারী বিশ্বকাপে টস বিতর্ক: পাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’

নারী বিশ্বকাপের ম্যাচে বিরল এক টস-ড্রামা দেখা গেল কলম্বোয়। ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে হওয়া টসে বিভ্রান্তি তৈরি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ‘টেল’ ডাকেন। কিন্তু ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকার শান্দ্রি রিৎজ ভুল শুনে ঘোষণা দেন ‘হেড ইজ দ্য কল’। এতে পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়। অথচ নিয়ম অনুযায়ী টস জিতেছিল ভারত।

টসের সময় কী ঘটেছিল

টস পরিচালনা করছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মেল জোনস। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর কয়েন ছোড়ার সঙ্গে সঙ্গে ফাতিমা ডাকেন ‘টেল’। কিন্তু রেফারি সেটিকে ‘হেড’ ভেবে ঘোষণা দেন। কয়েন মাটিতে পড়ার পরও রেফারি বলেন, ‘ইটস আ হেড’। এরপর পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয় এবং ফাতিমা সিদ্ধান্ত নেন আগে বোলিং করার।

আরো পড়ুন : বিগ ব্যাশে নতুন চ্যালেঞ্জে নামতে প্রস্তুত তরুণ স্পিনার রিশাদ হোসেন।

কেন বড় বিতর্কে রূপ নিল না

ভারত আগে ব্যাট করে সংগ্রহ করে ২৪৭ রান। জবাবে পাকিস্তান ৪৩ ওভারেই ১৫৯ রানে গুটিয়ে যায়। ভারত ৮৮ রানের সহজ জয় পায়। ফলে টসের ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি। তাই বিষয়টি বড় কোনো বিতর্কে রূপ নেয়নি। অনেকেই ঘটনাটিকে মানবিক ভুল হিসেবেই দেখছেন।

ক্রিকেটবিশ্বে প্রতিক্রিয়া

টসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা বিষয়টি নিয়ে আলোচনা করলেও উভয় দলের কেউ তখন আপত্তি জানাননি। অনেকে বলছেন, এমন ভুলের কারণে ভবিষ্যতে টস প্রক্রিয়া আরও স্বচ্ছ করার উদ্যোগ নিতে পারে আইসিসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ