বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন। হোবার্ট হারিকেনস তাঁকে দলে ভিড়িয়েছে, আর এর মধ্য দিয়েই পূরণ হচ্ছে তাঁর শৈশবের স্বপ্ন। কারণ, ছোটবেলা থেকেই রিশাদের প্রিয় ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। আর সেই পন্টিংই এখন হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি। প্রিয় নায়কের ছায়ায় খেলার সুযোগ পেয়ে রিশাদ তাই ভীষণ উচ্ছ্বসিত।
রিশাদ হোসেনের স্বপ্ন পূরণের গল্প
রিশাদ জানালেন, ছোটবেলা থেকেই পন্টিংকে দেখে বড় হয়েছেন তিনি। এবার সুযোগ এসেছে সরাসরি তাঁর কোচিংয়ের অধীনে খেলার। সংবাদ সম্মেলনে রিশাদ বলেন,পন্টিং আমার প্রিয় ক্রিকেটার ছিলেন। তাঁর খেলা দেখে বড় হয়েছি। এখন তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”
হোবার্ট হারিকেনসের দায়িত্ব ও চ্যালেঞ্জ
আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। ইতিমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন রিশাদ। নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার তিনি। রিশাদ বলেন,পাওয়ারপ্লে শেষে উইকেট নেওয়াটা লেগ স্পিনারের কাজ। হোবার্টের হয়েও সেটা করতে চাই। বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেললে অভিজ্ঞতা বাড়বে, বোলিংয়েও উন্নতি হবে।”
আরো পড়ুন : ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে বিতর্ক: আথারটনের কড়া সমালোচনা
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নতুন রোমাঞ্চ
শুধু বিগ ব্যাশ নয়, রিশাদের অভিজ্ঞতার ঝুলি এখন বেশ সমৃদ্ধ। পাকিস্তান সুপার লিগে খেলেছেন, আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। এবার ভিন্ন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। শুধু ক্রিকেট নয়, জায়গাটার সৌন্দর্যও তাঁকে টানছে। রিশাদ বলেন,আমাকে দলে নেওয়ার পর আমি হোবার্টের নাম সার্চ করি। দেখি জায়গাটা অনেক সুন্দর ও শান্তিময়। সেটাও আমাকে বাড়তি আনন্দ দিচ্ছে।”
রিশাদ-পন্টিং জুটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা
বাংলাদেশি ভক্তদের জন্য এটি বিশেষ মুহূর্ত। কারণ, দেশের তরুণ এক ক্রিকেটার এবার শৈশবের নায়ক পন্টিংয়ের অধীনে খেলতে যাচ্ছেন। রিশাদের জন্য এটি যেমন বিশাল অর্জন, তেমনি বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি গর্বের বিষয়।