প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে চেলসি। শেষ মুহূর্তের নাটকীয় এই জয়ের সঙ্গে আলোচনায় এসেছে আরেকটি নাম পপসম্রাজ্ঞী ম্যাডোনা। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে বসে খেলা উপভোগ করেছেন ‘দ্য কুইন অব পপ’। ফলে মাঠের লড়াই যেমন জমে উঠেছিল, তেমনি গ্যালারিতেও তিনি ছিলেন দর্শকদের নজরে।
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও একাধিকবার চেলসিকে সমর্থন করতে দেখা গেছে ম্যাডোনাকে। প্রায় এক বছর আগে ব্রাইটনের বিপক্ষে চেলসির গোল উদ্যাপন করতে দেখা যায় তাঁকে, যা ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। গত এপ্রিলেও লেগিয়া ওয়ারশর বিপক্ষে কনফারেন্স লিগের ম্যাচে হাজির ছিলেন তিনি। তবে এবার লিভারপুলের বিপক্ষে খেলা দেখতে এসেছিলেন ভিন্নভাবে মেকআপবিহীন চেহারায়, কালো কোটে, পাশে ছিলেন তাঁর ২৯ বছর বয়সী সঙ্গী আকেম মরিস।
তাহলে প্রশ্ন উঠছে, কেন ম্যাডোনা চেলসির ভক্ত?
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, দুটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ম্যাডোনার স্বামী ছিলেন পরিচালক গাই রিচি, যিনি চেলসির নিবেদিতপ্রাণ সমর্থক। ধারণা করা হয়, তাঁর প্রভাবেই ম্যাডোনা নীলের জগতে টান অনুভব করতে শুরু করেন। দ্বিতীয়ত, আশির দশকে ম্যাডোনার ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্কিন নাগরিক বারবারা ক্যারোনে এখন চেলসির বোর্ড সদস্য। এটিও হতে পারে তাঁর চেলসি-ভালোবাসার আরেকটি কারণ।
আরো পড়ুন : বাংলাদেশ দলে আজ আসতে পারে পরিবর্তন, কেমন হবে একাদশ?
ফলে বোঝাই যাচ্ছে, ফুটবলই শুধু নয়, পপসংগীতের রাজত্ব করা ম্যাডোনার উপস্থিতি চেলসির গ্যালারিকেও দিয়েছে বাড়তি মাত্রা।