Monday, October 6, 2025
Homeমেসির দুর্দান্ত অ্যাসিস্টে গোলের উদযাপন করছেন আয়েন্দে ও আলবা

মেসির দুর্দান্ত অ্যাসিস্টে গোলের উদযাপন করছেন আয়েন্দে ও আলবা

মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকেও সাপোর্টার্স শিল্ড হাতছাড়া ইন্টার মায়ামির

ইন্টার মায়ামি বড় জয়ে ফিরলেও মেজর লিগ সকারে (এমএলএস) সাপোর্টার্স শিল্ড জিততে পারেনি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪–১ ব্যবধানের দারুণ জয়ে লিওনেল মেসি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক, কিন্তু একই দিনে ফিলাডেলফিয়ার জয়ে শিরোপা হাতছাড়া হয় মায়ামির। ফলে শেষ দুই ম্যাচ হাতে রেখেই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় হাভিয়ের মাচেরানোর দলকে।

মেসির অ্যাসিস্টে দারুণ জয়

চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মায়ামি। ৩২ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন তাদেও আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও মেসির ম্যাজিক—এইবার গোল করেন জর্দি আলবা। বিরতির পর নিউ ইংল্যান্ড একটি গোল শোধ করলেও (ডোর টুরগেমেন), দ্রুতই আবার মেসির জাদুতে গোল করেন আয়েন্দে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আলবা নিশ্চিত করেন মায়ামির বড় জয়।

আরো পড়ুন : আর্জেন্টিনার উৎসবের রাতে ইতিহাস গড়ল ব্রাজিলের ব্যর্থতা, প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায়

শিরোপা হাতছাড়া হওয়ার কারণ

যদিও জয় এসেছে, তবে সাপোর্টার্স শিল্ড জয়ের আশা শেষ হয়ে যায় মায়ামির। কারণ একই দিনে ফিলাডেলফিয়া ১–০ গোলে হারিয়েছে নিউইয়র্ক সিটিকে। এতে তাদের পয়েন্ট দাঁড়ায় ৬৬, যেখানে মায়ামির পয়েন্ট ৫৯। শেষ দুই ম্যাচ জিতলেও আর ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবে না মেসিদের দল। ফলে টানা দ্বিতীয়বার শিল্ড জয়ের স্বপ্ন ভাঙল মায়ামির।

আলবা ম্যাচসেরা, বুসকেতসকে বিদায়ী সংবর্ধনা

দুই গোল করে ম্যাচসেরা হয়েছেন জর্দি আলবা। ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন দলের আরেক তারকা সের্হিও বুসকেতস, যিনি মৌসুম শেষে অবসর নিচ্ছেন। ফলে আবেগঘন এক মুহূর্তে শেষ হয় মায়ামির এই ম্যাচ।

সামনে কী অপেক্ষা করছে মায়ামির জন্য

১২ অক্টোবর আটলান্টা ইউনাইটেড ও ১৯ অক্টোবর নাশভিলের বিপক্ষে মৌসুমের শেষ দুটি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। শিল্ড হাতছাড়া হলেও প্লে-অফে নিজেদের শক্তি প্রমাণের সুযোগ এখনও বাকি রয়েছে মেসি-আলবাদের সামনে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ