Monday, October 6, 2025
Homeসিলেটে এনসিএল টি-টোয়েন্টিতে রেকর্ড উদ্বোধনী জুটি গড়লেন সাদমান ও মাহফিজুল।

সিলেটে এনসিএল টি-টোয়েন্টিতে রেকর্ড উদ্বোধনী জুটি গড়লেন সাদমান ও মাহফিজুল।

টি-টোয়েন্টিতে সাদমানের প্রথম সেঞ্চুরিতে দারুণ জয় পেল ঢাকা মহানগর

এনসিএল টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ে প্রথম সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম। বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মহানগরের হয়ে ৫৯ বলে খেলেন দুর্দান্ত ১০১ রানের ইনিংস। এ ইনিংসের ওপর ভর করেই ১৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মহানগর। এরপর প্রতিপক্ষকে মাত্র ১০১ রানে গুটিয়ে দিয়ে ৯৬ রানের বড় জয় তুলে নেয় তারা। সাদা পোশাকে অভ্যস্ত সাদমান এবার রঙিন পোশাকেও প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

এনসিএলে সাদমানের রঙিন দিনের গল্প

জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেলা হলেও ওয়ানডে বা টি-টোয়েন্টিতে কখনো সুযোগ মেলেনি সাদমানের। তবে এনসিএল মঞ্চে যেন সেই আক্ষেপ ঝেড়ে ফেলছেন তিনি। আগের ম্যাচেই রান পেয়েছিলেন, এবার খেললেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ১১ চার ও ৪ ছক্কার মিশেলে তার ইনিংস ভক্তদের এনে দিয়েছে ভিন্নরকম আনন্দ।

রেকর্ড গড়া উদ্বোধনী জুটি

সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাদমান জুটি বাঁধেন মাহফিজুল ইসলামের সঙ্গে। দু’জনে গড়েন ১৭৭ রানের রেকর্ড পার্টনারশিপ, যা এনসিএল টি-টোয়েন্টির যেকোনো উইকেটে সর্বোচ্চ। মাহফিজুল খেলেন ৪৯ বলে ৭৯ রানের দারুণ ইনিংস। আর ইনিংসের শেষ দিকে আইচ মোল্লার দ্রুত রান যোগে ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১৯৭।

আরো পড়ুন : পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের নারী দলের অনুশীলনে ঢুকে পড়ল সাপ

বরিশালের টানা হতাশা

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরু থেকেই ধসে পড়ে। একে একে উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ২৬ রান আসলেও জয় থেকে বহু দূরে ছিল দলটি। ঢাকা মহানগরের পক্ষে মারুফ মৃধা নেন ৩ উইকেট, আবু হায়দার ও রাকিবুল হাসান শিকার করেন ২টি করে। এ হারে টানা ৫ ম্যাচে হারের বেদনায় ডুবে রইল বরিশাল।

পয়েন্ট টেবিলে এগিয়ে ঢাকা মহানগর

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে ঢাকা মহানগর। অন্যদিকে বরিশাল ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে আসরে একেবারেই পিছিয়ে পড়েছে। সাদমানের অসাধারণ সেঞ্চুরি ও দলীয় জয়ে নতুন উদ্দীপনায় ভরপুর এখন মহানগরের শিবির।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ