Monday, October 6, 2025
Homeপাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের নারী দলের অনুশীলনে ঢুকে পড়ল সাপ

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের নারী দলের অনুশীলনে ঢুকে পড়ল সাপ

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে ভারতের নারী দলের অনুশীলনে হঠাৎ হাজির হয় এক অপ্রত্যাশিত অতিথি একটি ‘গারান্দিয়া’ সাপ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। তবে ভয় নয়, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই এটিকে কৌতূহল নিয়েই দেখেছেন। মাঠ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইঁদুরখেকো এই সাপ বিষধর নয়। রোববার একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে হারমানপ্রীত কৌরের দল।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের নারী দলের অনুশীলনে সাপের আগমন

নিউজ কনটেন্ট

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় ভারতের নারী ক্রিকেট দলের অনুশীলনের সময় দেখা মেলে একটি সাপের। ধূসর বাদামি রঙের ওই সাপকে স্থানীয়ভাবে বলা হয় ‘গারান্দিয়া’। এটি মূলত ইঁদুরখেকো প্রজাতির সাপ, যা মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না। মাঠ কর্মকর্তারা জানান, এই সাপ বিষধর নয় এবং কামড়ায়ও না।

আরো পড়ুন : আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মার্শের প্রথম সেঞ্চুরি, সিরিজ অস্ট্রেলিয়ার দখলে

ভারতীয় ক্রিকেটাররা যখন নেট সেশনের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই ড্রেন ও গ্যালারির পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে দেখা যায় সাপটিকে। তবে আতঙ্ক ছড়িয়ে পড়েনি, বরং খেলোয়াড় ও উপস্থিত সাংবাদিকরা কৌতূহল নিয়ে দৃশ্যটি উপভোগ করেছেন।

প্রেমাদাসা স্টেডিয়ামে সাপ ঢোকার ঘটনা নতুন নয়। এর আগেও লঙ্কা প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ম্যাচে দেখা গেছে একই ধরনের ঘটনা। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা–বাংলাদেশ ওয়ানডে ম্যাচেও মাঠে ঢুকে পড়েছিল এই প্রজাতির সাপ।

আগামী রোববার একই ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে। তাই ভারত–পাকিস্তান লড়াই ঘিরে বাড়তি উত্তেজনা থাকবেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ