Monday, October 6, 2025
Homeআন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মার্শের প্রথম সেঞ্চুরি, সিরিজ অস্ট্রেলিয়ার দখলে

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মার্শের প্রথম সেঞ্চুরি, সিরিজ অস্ট্রেলিয়ার দখলে

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মিচেল মার্শের প্রথম সেঞ্চুরিতেই সিরিজ জয়ের আনন্দে ভাসলো অস্ট্রেলিয়া। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫২ বলে অপরাজিত ১০৩ রানে দলকে জিতিয়েছেন অধিনায়ক মার্শ। রান তাড়ায় একের পর এক উইকেট পড়লেও ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় নিশ্চিত করে অজিরা। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

H2 সাবহেডিং (ফোকাস কিওয়ার্ডসহ)

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মার্শের প্রথম সেঞ্চুরি অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করে

নিউজ কনটেন্ট

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মিচেল মার্শের প্রথম শতক এসেছে সিরিজ নির্ধারণী ম্যাচেই। ৫০ বলে তুলে নেওয়া সেঞ্চুরিতে ৮টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইনিংস শেষে মার্শ অপরাজিত ছিলেন ৫২ বলে ১০৩ রানে। নিউজিল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য পেরোতে অন্য কোনো ব্যাটার বড় ভূমিকা রাখতে না পারলেও অধিনায়ক একাই জয় এনে দেন দলকে।

অজিদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মাত্র ১৪ রান। সেটিই প্রমাণ করে ম্যাচটি কতটা মার্শনির্ভর ছিল। রান তাড়ায় একের পর এক সতীর্থ আউট হলেও ধীরস্থির থেকে মার্শ বড় শট খেলেন নিয়মিত। ১৬তম ওভারেই জয়ের সমীকরণ মিটিয়ে দেন তিনি।

এর আগে ব্যাট হাতে নিউজিল্যান্ডের পক্ষে টিম সাইফার্ট করেন ৩৫ বলে ৪৮ রান। ব্রেসওয়েল যোগ করেন ২৬ ও জিমি নিশাম করেন ২৫ রান। বল হাতে কার্যকর ভূমিকা রাখলেও (৪ উইকেট) শেষ পর্যন্ত মার্শের ইনিংসের সামনে দাঁড়াতে পারেননি তিনি।

আরো পড়ুন : ভারত–পাকিস্তানের ফাইনাল ম্যাচের আগে দুবাইয়ের স্টেডিয়ামের দৃশ্য

সিরিজের প্রথম ম্যাচেই ৪৩ বলে ৮৫ রানে দলকে জিতিয়েছিলেন মার্শ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শেষ ম্যাচে ঝড়ো সেঞ্চুরির মাধ্যমে দলকে সিরিজ জেতান তিনি। ফলে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও যায় তাঁর ঝুলিতে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ