Monday, October 6, 2025
Homeবিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৫ সালের অক্টোবর মাসে

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৫ সালের অক্টোবর মাসে

বিশ্বজুড়ে অর্থবাজারে রেকর্ড গড়ার মাস ছিল সেপ্টেম্বর। আর তার প্রভাব পড়েছে বিশ্বের ধনীদের সম্পদেও। বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি মিলিতভাবে সেপ্টেম্বর মাসে বেড়েছেন আরও ২০১ বিলিয়ন ডলার সম্পদে। মার্কিন শেয়ারবাজারে সূচক সর্বোচ্চ উচ্চতায় ওঠার ফলে এই ধনকুবেরদের সম্মিলিত সম্পদ দাঁড়িয়েছে প্রায় ২.৩ ট্রিলিয়ন ডলার।

ইলন মাস্ক: অর্ধ ট্রিলিয়ন ডলারের পথে

২০২৫ সালের অক্টোবরেও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় এক নম্বর অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই উদ্যোক্তা মাত্র এক মাসে সম্পদ বাড়িয়েছেন ৭৫.২ বিলিয়ন ডলার। বর্তমানে তার মোট সম্পদ দাঁড়িয়েছে ৪৯০.৮ বিলিয়ন ডলার—ইতিহাসে প্রথমবারের মতো কেউ এতটা সম্পদের কাছাকাছি পৌঁছেছেন। টেসলার শেয়ারের দাম সেপ্টেম্বর মাসে ৩৩% বেড়ে যাওয়ায় এই উত্থান সম্ভব হয়েছে।

আরো পড়ুন: সেরা ৩০টি দুর্গা পূজার হিট গান ২০২৫

মাস্কের নেতৃত্বে টেসলার নতুন এআই ও রোবোটিক্স পরিকল্পনায় বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়ছে। এতে করে মাস্কের সম্পদ এখন রেকর্ড উচ্চতায়, আর তিনি টানা ১৭ মাস ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষে আছেন।

ল্যারি এলিসন ও জেনসেন হুয়াংয়ের উত্থান

দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদ এক মাসে বেড়েছে ৭০.৯ বিলিয়ন ডলার, মোট সম্পদ এখন ৩৪১.৮ বিলিয়ন ডলার। কোম্পানির ক্লাউড ব্যবসা ও এআই অবকাঠামো বিনিয়োগে দ্রুত প্রবৃদ্ধি তার সম্পদের বড় কারণ।

অন্যদিকে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তালিকায় দুই ধাপ উঠে এখন সপ্তম স্থানে। এ মাসে তার সম্পদ বেড়েছে ১০.৭ বিলিয়ন ডলার। এআই চিপ বাজারে এনভিডিয়ার প্রভাব তাকে প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী করে তুলেছে।

বেজোস ও জাকারবার্গের ক্ষতি

অ্যামাজনের শেয়ারমূল্য ৪% কমে যাওয়ায় জেফ বেজোস হারিয়েছেন ৮.৪ বিলিয়ন ডলার। বর্তমানে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। অন্যদিকে মার্ক জাকারবার্গের সম্পদও সামান্য কমে দাঁড়িয়েছে ২৫১.৫ বিলিয়ন ডলারে।

২০২৫ সালের অক্টোবরের বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

১. ইলন মাস্ক — ৪৯০.৮ বিলিয়ন ডলার
২. ল্যারি এলিসন — ৩৪১.৮ বিলিয়ন ডলার
৩. মার্ক জাকারবার্গ — ২৫১.৫ বিলিয়ন ডলার
৪. জেফ বেজোস — ২৩২.৫ বিলিয়ন ডলার
৫. ল্যারি পেজ — ২০২.২ বিলিয়ন ডলার
৬. সের্গেই ব্রিন — ১৮৭.৬ বিলিয়ন ডলার
৭. জেনসেন হুয়াং — ১৬২ বিলিয়ন ডলার
৮. বার্নার্ড আর্নল্ট — ১৫৯.৪ বিলিয়ন ডলার
৯. স্টিভ বালমার — ১৫৬ বিলিয়ন ডলার
১০. ওয়ারেন বাফেট — ১৫০.২ বিলিয়ন ডলার

কে এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি?

২০২৫ সালের অক্টোবর অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, যার মোট সম্পদ প্রায় ৪৯০.৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছেন ল্যারি এলিসন, আর তৃতীয় স্থানে মার্ক জাকারবার্গ।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হলেন অ্যালিস ওয়ালটন, ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের কন্যা, যার সম্পদ এখন প্রায় ১১১.৯ বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি তালিকা কেবল তাদের সম্পদ নয়, বরং প্রযুক্তি, উদ্ভাবন ও ব্যবসায়িক প্রভাবের প্রতিফলন। টেসলা, এনভিডিয়া, ওরাকল বা মেটার মতো কোম্পানিগুলো শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভবিষ্যতের প্রযুক্তি দুনিয়াও গড়ে দিচ্ছে তাদের হাত ধরে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ