Friday, October 3, 2025
Homeশারজাহতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উল্লাসে মেতেছেন নেপাল ক্রিকেটাররা

শারজাহতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উল্লাসে মেতেছেন নেপাল ক্রিকেটাররা

শারজাহতে এক ঐতিহাসিক রাত লিখে দিল হিমালয়ের দেশ নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপাল পেল তাদের প্রথম জয় কোনো আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিল এশিয়ার এই দলটি। ২০১৪ সালে আফগানিস্তানকে হারালেও তখন তারা ছিল সহযোগী সদস্য। এবার সত্যিকারের ইতিহাস রচনা করল নেপাল।

শারজাহতে নেপালের স্বপ্নের জয়

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নেপাল গড়েছিল ১৪৮ রানের সংগ্রহ। রোহিত পৌডেলের দায়িত্বশীল ব্যাটিং (৩৮) আর কুশল মল্লার ঝড়ো ইনিংস (৩০) দলকে এগিয়ে দেয়। শেষদিকে গুলশান জার ও দীপেন্দ্র সিং ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে সংগ্রহ বাড়ান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার একাই নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় নামা ক্যারিবীয়রা শুরুতে ভালো করলেও স্পিনে আটকে যায়। ললিত রাজবানসি আর অধিনায়ক রোহিত পৌডেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ ওভারগুলোতে ম্যাচে ফেরার চেষ্টা করেও ১২৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আরো পড়ুন : পিএসজির রক্ষণভাগের গোল উদযাপন

দলীয় পারফরম্যান্সে উজ্জ্বল নেপাল

এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই নেপাল দেখিয়েছে সমন্বিত পারফরম্যান্স। ছয়জন ব্যাটার মেরেছেন ছক্কা, ছয়জন বোলার শিকার করেছেন উইকেট। পুরো ম্যাচে মাঠে ছিল দুর্দান্ত ফিল্ডিংয়ের ছাপ। এমন ঐক্যবদ্ধ খেলাই জয় এনে দিয়েছে দলকে।

রোহিত পৌডেলের আবেগঘন প্রতিক্রিয়া

ইতিহাস গড়া ম্যাচ শেষে অধিনায়ক রোহিত পৌডেল বললেন,অনুভূতিটা অবিশ্বাস্য। এত দিন অপেক্ষার পর কোনো টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারলাম। লক্ষ্য ছিল সিরিজ জয়, আমরা এখনো পা মাটিতেই রাখছি। এটি কেবল শুরু, সামনে আরও কিছু বড় অর্জন আসবে।”

সামনে আরও বড় চ্যালেঞ্জ

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে আরও একবার ইতিহাস লিখতে চাইবে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করবে ঘুরে দাঁড়াতে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ