এনসিএল টি-টোয়েন্টিতে মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ১৮৬ রানের লক্ষ্যে নেমে ১৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।
মাহমুদুল ২৮ বলে ফিফটি তুলে ৩৭ বলে করেন ৭১ রান, অপরদিকে শাহাদাত ৩০ বলে ফিফটি করে ৩৬ বলে খেলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। ঢাকার ১৮৫ রানের চ্যালেঞ্জ বড় সংগ্রহ মনে হলেও চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে তা সহজেই ম্লান হয়ে যায়।রান তাড়ায় চট্টগ্রামের শুরুটা ভালো করে দিয়ে যান মুমিনুল হক। অভিজ্ঞ এই ক্রিকেটার শুরুতেই ৫টি চারে ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ষষ্ঠ ওভারে দলীয় ৬৩ রানে তিনি আউট হওয়ার পর মাহমুদুলের সঙ্গে যোগ দেন শাহাদাত।
আরো পড়ুন : গাজীপুরে কিংস বনাম পিডব্লিউডি ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।
এ দুজন দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩৮ বলে ওঠে ৭৪ রান। ২৮ বলে পঞ্চাশ পূর্ণ করা মাহমুদুল আনিসুল ইসলামের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে মেরেছেন ৪টি চার ও ৬টি ছক্কা।