ফুটবল দুনিয়া আবারও তাক লাগিয়ে দিলেন ইংলিশ তারকা হ্যারি কেইন। হ্যারি কেইন ১০০ গোল পূর্ণ করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ১০৪ ম্যাচে। ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুটি গোল করে এই বিশেষ অর্জনে পৌঁছান ইংল্যান্ড অধিনায়ক।
কেইনের এই মাইলফলক শুধু বায়ার্ন নয়, ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসেও অনন্য। কারণ, ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের থেকেও দ্রুত তিনি ১০০ গোলের রেকর্ড গড়লেন। রোনালদো ও হালান্ডের যেখানে প্রয়োজন হয়েছিল ১০৫ ম্যাচ, কেইন সেখানে এক ম্যাচ আগেই পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত সংখ্যায়।
ম্যাচের শুরুতেই জোনাথন তাহের দুর্দান্ত ব্যাকহিল গোলে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন কেইন। ৬৫ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় এবং ক্লাবের হয়ে শততম গোল করেন তিনি। শেষদিকে কনরাড লাইমারের গোলে ব্যবধান বাড়ায় জার্মান জায়ান্টরা।
আরো পড়ুন : বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে মাঠের বাইরেও চলছে তীব্র বিতর্ক।
ম্যাচ শেষে কেইন বলেন,এটা অবিশ্বাস্য, আমিও কখনো ভাবিনি এত দ্রুত ১০০ গোল করতে পারব। এটা আমার জন্য বিশাল সম্মান।” একইসাথে সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এই জয়ে বায়ার্ন মিউনিখের টানা পাঁচ ম্যাচের জয় ধরে রাখল এবং লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করল। আগামী চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তারা মুখোমুখি হবে সাইপ্রাসের ক্লাব পাফোসের। অন্যদিকে ভের্ডার ব্রেমেন নেমে গেছে অবনমন অঞ্চলের কিনারায়।
কেইনের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। তার মতে এখনকার পারফরম্যান্সই দেখাচ্ছে কেইন কতটা খুশি এখানে। আজকের দিনটা ছিল তার জন্য আরও এক বিশেষ মুহূর্ত।