বার্সা কিংবদন্তি বুসকেতস অবশেষে দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। তিন বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে খেলে যাচ্ছিলেন তিনি। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে আলোচনায় থেকেছেন, জিতেছেন শিরোপাও। তবে ৩৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবার জানালেন, এমএলএসের চলতি মৌসুম শেষে বিদায় নিচ্ছেন তিনি। ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে বুসকেতস বললেন এবার নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।
প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সের্হিও বুসকেতস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, “আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। ২০ বছর ধরে সেই অসাধারণ গল্প উপভোগ করেছি, যা সব সময় স্বপ্নে দেখেছি।
শৈশবে স্থানীয় ক্লাবে খেলা শুরু করলেও ২০০৫ সালে যোগ দেন বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। সেখান থেকে ২০০৭ সালে বার্সা ‘বি’ দলে এবং ২০০৮ সালে মূল দলে অভিষেক ঘটে তাঁর। এরপর লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিদের সঙ্গে হয়ে ওঠেন বার্সেলোনার স্বর্ণযুগের অংশ।
আরো পড়ুন : ফাইনালের লাইনআপ ঠিক করে দিল বাংলাদেশ, তবু গ্যালারিতে দর্শক হয়ে
সাফল্যে ভরপুর ক্যারিয়ার
বার্সার হয়ে ৯টি লা লিগা, ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা সুপার কাপ জিতেছেন বুসকেতস। জাতীয় দলের হয়েও সাফল্য কম নয়-২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জয় করেন তিনি।
শেষ অধ্যায় ইন্টার মায়ামিতে
বার্সেলোনায় ১৫ মৌসুম পার করার পর ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেতস। মেসির সঙ্গে জুটি বেঁধে জেতেন দুটি শিরোপা-২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের এমএলএস সাপোর্টাস শিল্ড। মৌসুম শেষে আরেকটি ট্রফি যোগ হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।