লিটন দাসকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের বিপক্ষে পাঁজরের চোটে খেলতে না পারলেও পাকিস্তানের বিপক্ষে আজকের অলিখিত সেমিফাইনালে তাঁকে পাওয়া যাবে কি না, সেটি নিশ্চিত নয়। দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিলেও গতকাল একাই মাঠে ঢুকে উইকেট পরখ করতে দেখা গেছে লিটনকে। ব্যবস্থাপনা জানিয়েছে, ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করা হবে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।
লিটনের অবস্থা কেমন
ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। সংবাদ সম্মেলনে জাকের জানান, “উনি পুনর্বাসনে আছেন। আমরা পাকিস্তান ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।” ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনও আশাবাদী, শিগগিরই ভালো খবর পাওয়া যাবে।
আরো পড়ুন : মেসির জোড়া গোল-একটি করানোতে ইন্টার মায়ামির দাপুটে জয়
দলের পরিবর্তন ও কৌশল
ভারতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন আনে বাংলাদেশ। বিশ্রাম ও কম্বিনেশন এই দুই কারণে তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়। তাঁদের জায়গায় খেলেন পারভেজ হোসেন, তানজিম হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আজকের ম্যাচের গুরুত্ব
পাকিস্তানের বিপক্ষে আজকের লড়াইটাই বাংলাদেশ দলের ভাগ্য নির্ধারণ করবে। জয় মানেই ফাইনালে জায়গা, আর হার মানেই বিদায়। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে টানা ম্যাচ খেলতে নামা বাংলাদেশকে আজ লড়তে হবে পূর্ণশক্তি নিয়েই।