এশিয়া কাপের সুপার ফোরের লড়াই জমে উঠেছে শেষ মুহূর্তে। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোর পর বদলে গেছে ফাইনালের সমীকরণ। এখন আর বাংলাদেশের সামনে বিকল্প নেই—শেষ দুই ম্যাচে অন্তত একটি জয় প্রয়োজন। অন্যদিকে ভারতের জন্য আজকের ম্যাচটাই হতে পারে ফাইনাল নিশ্চিত করার দিন। শ্রীলঙ্কার সম্ভাবনা টিকে আছে শুধু কাগজে-কলমে, সেটিও অনেক জটিল সমীকরণের ওপর নির্ভর করছে।
সুপার ফোরের পয়েন্ট তালিকা
ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট (নে.রা.রে.) |
---|---|---|---|---|
ভারত | ১ | ১ | ২ | +০.৬৮৯ |
পাকিস্তান | ২ | ১ | ২ | +০.২২৬ |
বাংলাদেশ | ১ | ১ | ২ | +০.১২১ |
শ্রীলঙ্কা | ২ | ০ | ২ | –০.৫৯০ |
বাংলাদেশের হিসাব
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে এবং কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
- দুই ম্যাচেই জয় পেলে সরাসরি ফাইনাল নিশ্চিত।
- আজ ভারতকে হারালেও কাল পাকিস্তানের কাছে হারলে নির্ভর করতে হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।
- আজ ভারতের কাছে হারলেও কাল পাকিস্তানকে হারালেই ফাইনালে উঠবে বাংলাদেশ।
- অর্থাৎ, এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে, তবে তখন অপেক্ষায় থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের জন্য।
ভারতের হিসাব
ভারত যদি আজ বাংলাদেশকে হারায়, তবে সরাসরি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে হেরে গেলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
পাকিস্তানের হিসাব
- ভারত যদি আজ বাংলাদেশকে হারায়, তাহলে কাল বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত করবে পাকিস্তান।
- কিন্তু বাংলাদেশ যদি আজ ভারতকে হারায়, তবে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
শ্রীলঙ্কার হিসাব
শ্রীলঙ্কার ফাইনালে ওঠা এখন অনেকটাই অসম্ভব। আজ ভারত বাংলাদেশকে হারালেই ছিটকে যাবে তারা। শুধু বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তান—দুই দলকেই হারায়, তখনই শ্রীলঙ্কা টিকে থাকবে। সেক্ষেত্রে আবার শেষ ম্যাচে ভারতকে হারানোর পর নেট রান রেটের জটিল সমীকরণও মেলাতে হবে।
আরো পড়ুন: এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন: ভারতের বিপক্ষে বড় পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ
সব মিলিয়ে বলা যায়, আজকের বাংলাদেশ-ভারত ম্যাচই নির্ধারণ করে দিতে পারে ফাইনালের অর্ধেক চিত্র। তাই কোটি সমর্থকের চোখ আজ ঢাকায় কিংবা টিভি পর্দায় থাকবে সেই রোমাঞ্চকর লড়াইয়ের দিকেই।