ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে প্রথমবারের মতো জিতলেন ব্যালন ডি’অর। দীর্ঘদিন ধরে ব্যালন ডি’অরকে ঘিরে আলোচনা চলছিল, যেখানে সবাই অনুমান করেছিলেন এটি লামিন ইয়ামালের হাতেই উঠবে। কিন্তু দেম্বেলের হাতে পুরস্কার ওঠার ফলে তিনি চমক সৃষ্টি করেছেন। মহিলাদের মধ্যে তিনবারের হ্যাটট্রিক পূরণ করে আইতানা বোনমাতি পেয়েছেন ব্যালন ডি’অর।
প্যারিসে জমকালো অনুষ্ঠান
সোমবার রাতেই প্যারিসের থিয়াত্র দ্যু শাতলে-তে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক অনুষ্ঠান। রোনাল্ডিনহোর হাত থেকে দেম্বেলে পুরস্কার গ্রহণ করেন। দেম্বেলের পাশে ছিলেন না তার কোচ লুইস এনরিকে বা পিএসজি সতীর্থরা। কারণ মার্সেইয়ের বিরুদ্ধে স্থগিত লিগ ম্যাচ এবং দেম্বেলের চোটের কারণে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে উপস্থিত ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।
দেম্বেলের ২০২৪-২৫ মৌসুম
দেম্বেলে ২০২৪-২৫ মরশুমে পিএসজি-র হয়ে চারটি খেতাব জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জেতা হয়েছে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ, যদিও ক্লাব বিশ্বকাপে ফাইনালে চেলসির কাছে হারে। এই মৌসুমে ৫৩ ম্যাচে তিনি করেছেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট।
দেম্বেলে বনাম ইয়ামাল
পুরুষদের মধ্যে দেম্বেলে ও ইয়ামালের লড়াই ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। তবুও সেরা পারফরমার হিসেবে পুরস্কার ওঠে দেম্বেলের হাতে।
আরো পড়ুন: ইতালিতে মেলোনির সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ, আহত বহুজন
পুরস্কার গ্রহণের সময় দেম্বেলে আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন,
“আমি কাঁদতে চাইনি। কিন্তু পরিবার ও যারা আমার পাশে ছিলেন, তাদের কথা বলতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।”
এক নজরে ব্যালন ডি’অর ২০২৫ বিজয়ীরা
পুরুষ: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
মহিলা: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি পুরুষ: জিয়ানলুইঘি দোনারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি মহিলা: হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
জোহান ক্রুয়েফ পুরুষ: লুইস এনরিকে (পিএসজি)
জোহান ক্রুয়েফ মহিলা: সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি পুরুষ: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি মহিলা: ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব পুরুষ: পিএসজি
বর্ষসেরা ক্লাব মহিলা: আর্সেনাল
গার্ড মুলার পুরুষ: ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)
গার্ড মুলার মহিলা: এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন