আবেগঘন মুহূর্তে জন্ম নিলো এক বিতর্ক
ক্রিকেট মাঠ শুধু ব্যাট-বলেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় খেলোয়াড়দের এক ঝলক উদযাপনই ছড়িয়ে পড়ে তুমুল আলোচনায়। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচেও তেমনই হলো। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান যখন তার অর্ধশতক পূর্ণ করলেন, তখন হঠাৎ করেই করলেন ‘AK-47’ ধাঁচের সেলিব্রেশন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
সমালোচনা আর সমর্থনের ঢেউ
অনেকে মনে করেছেন এটি ছিল নিছকই আবেগের বহিঃপ্রকাশ, আবার কেউ কেউ এটিকে বলেছেন অপ্রাসঙ্গিক এবং উসকানিমূলক। বিশেষ করে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচে এই সেলিব্রেশন যে বড়সড় আলোচনার জন্ম দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ফারহানের ব্যাখ্যা
২৯ বছর বয়সী ফারহান অবশ্য জানিয়েছেন, বিষয়টি একেবারেই তাৎক্ষণিক ছিল। ম্যাচ শেষে তিনি বলেন
“এটা একদমই পরিকল্পিত ছিল না। আমি সাধারণত হাফ-সেঞ্চুরি উদযাপন করি না। হঠাৎ মনে হলো কিছু একটা করতে হবে, আর সেটাই করলাম। মানুষ কীভাবে নিলো সেটা আমি ভাবি না।”
তিনি আরও স্পষ্ট করেন যে, তার খেলার ধরণ সব দলের বিরুদ্ধেই আক্রমণাত্মক, শুধু ভারতের বিপক্ষে নয়। এমনকি হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মাঠে কথার লড়াই নিয়েও তিনি বলেছেন
“আক্রমণাত্মক খেলাটাই আমার ধরণ। সেটা ভারত হোক বা অন্য যে কোনো দল।”
ম্যাচের ফলাফল
আরো পড়ুন : সুপার ফোরে আবারও হেরে সমালোচনায় পাকিস্তান, আকরামের চোখে হতাশাজনক ক্রিকেট
ফারহানের ৩৪ বলে ৫০ রানের ইনিংসে পাকিস্তান ভালো শুরু করলেও শেষ হাসি হাসে ভারত। শক্তিশালী ব্যাটিং লাইনআপের দাপটে তারা ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ৬ উইকেটে। ফলে সুপার ফোরে ভারত শীর্ষে, আর পাকিস্তান চলে যায় তলানিতে।
শেষকথা
ফারহানের ‘AK-47’ সেলিব্রেশন হয়তো তার কাছে মুহূর্তের আবেগ ছিল, তবে দর্শক আর ভক্তদের কাছে তা থেকে জন্ম নিয়েছে বিতর্ক, সমালোচনা এবং তর্ক-বিতর্কের নতুন অধ্যায়।