Friday, September 26, 2025
Homeহারিস রউফের ৬-০ ইশারা ভারতীয় দর্শকদের ক্ষোভে তেতে উঠল মাঠ

হারিস রউফের ৬-০ ইশারা ভারতীয় দর্শকদের ক্ষোভে তেতে উঠল মাঠ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগ আর তীব্র উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপের সুপার ফোরে খেলা চলাকালীন মুহূর্তে মাঠের বাইরে এক ভিন্ন রকম নাটক তৈরি করেন পাকিস্তানি পেসার হারস রউফ। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ভারতীয় দর্শকরা বারবার তাঁকে ‘কোহলি, কোহলি’ বলে উসকে দেন যেন মনে করিয়ে দেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির আইকনিক ছক্কার সেই স্মৃতি।

উত্তরে হারিস রউফ দর্শকদের দিকে তাকিয়ে প্রথমে যুদ্ধবিমান পড়ে যাওয়ার মতো অঙ্গভঙ্গি করেন। এরপর হাতের আঙুল দিয়ে দেখান ‘৬-০’। পাকিস্তানি সমর্থকেরা বিষয়টি অপারেশন সিঁদুরের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করেছেন। কারণ, পাকিস্তান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, সে অভিযানে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল।

আরো পড়ুন : পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ সূর্যকুমার যাদব

হারিসের এমন আচরণে ভারতীয় সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ম্যাচ শেষে অনেকেই বলছেন, খেলার মাঠে এমন ইঙ্গিত খেলোয়াড়সুলভ নয়। দর্শকদের মতে, মাঠের ভেতরের লড়াই আর দেশের সামরিক ইতিহাস দুটোকে গুলিয়ে ফেলা উচিত হয়নি।

ভারতীয়দের আচরণও বিতর্কিত

তবে সমালোচনা একপেশে নয়। ভারতীয় দলের দিকেও উঠেছে খেলোয়াড়সুলভ আচরণের প্রশ্ন। টসের সময় পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করা, ড্রেসিংরুমের সামনে দরজা বন্ধ করে দেওয়া এসব নিয়েও চলছে আলোচনা। যদিও মাঠের খেলায় ভারত আবারও প্রমাণ করেছে শ্রেষ্ঠত্ব। গ্রুপপর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর সুপার ফোরে জিতেছে ৬ উইকেটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ