এশিয়া কাপে পাকিস্তানকে টানা ষষ্ঠবার হারিয়েছে ভারত। জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এখন আর পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি। তার মতে, প্রতিদ্বন্দ্বিতা তখনই হয় যখন দুই দল সমানতালে লড়াই করতে পারে। কিন্তু সাম্প্রতিক রেকর্ড বলছে, ভারত-পাকিস্তান ক্রিকেটে এখন সেই ভারসাম্য নেই।
ক্রিকেট দুনিয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একসময় রোমাঞ্চ ও উত্তেজনার প্রতীক ছিল। দর্শকরা অপেক্ষা করতেন ‘ক্ল্যাসিক’ এক লড়াই দেখার জন্য। কিন্তু গত কয়েক বছরে এই দ্বৈরথের জৌলুস হারিয়েছে।
- ওয়ানডেতে গত ১০ বছরে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার, যেখানে পাকিস্তানের জয় মাত্র ১টিতে, ভারতের জয় ৮ ম্যাচে, আরেকটি ভেস্তে যায় বৃষ্টিতে।
- টি-টোয়েন্টিতে প্রথম দেখা ২০০৭ সালের পর থেকে আরও ১৪ ম্যাচে ভারত জিতেছে ১২ বার। পাকিস্তানের জয় মাত্র ৩টিতে।
টানা ছয় ম্যাচে পাকিস্তানের হার
পাকিস্তান শেষবার ভারতের বিপক্ষে জিতেছিল ২০২২ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুবাইয়ে। এরপর থেকে কেটেছে তিন বছর, আর টানা ছয়বার হেরেছে দলটি। সর্বশেষ সুপার ফোরের ম্যাচে ভারত ৬ উইকেটে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে ৭৩ বছরের লড়াইয়ে এই প্রথম একে অপরকে টানা পাঁচ ম্যাচের বেশি হারাল কোনো দল।
আরো পড়ুন । রউফ-অভিষেকের উত্তেজনা আম্পায়ারের হস্তক্ষেপে সামলালেন পরিস্থিতি।
সূর্যকুমারের স্পষ্ট মন্তব্য
এই রেকর্ড ভাঙা জয়ের পর সূর্যকুমার যাদব বলেন,
“আমার মনে হয় আপনাদের এই রাইভালরি নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা হয় তখনই, যখন দুই দল কাছাকাছি ফল করে। যদি ১৫-২০ ম্যাচ খেলা হয় আর ফল দাঁড়ায় ৭-৭ বা ৮-৭, তখন সেটা দ্বৈরথ। কিন্তু যখন ফলাফল হয় ১৩-০ বা ১০-১, তখন সেটা আর রাইভালরি থাকে না।