যে কোনো ম্যাচের শুরুতেই ঝড় তুলছেন অভিষেক শর্মা। মাত্র কয়েক বলের মধ্যেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপে ফেলে দিচ্ছেন ভারতের এই তরুণ ওপেনার। তার ব্যাট হাতে ঝড়ের মতো আগ্রাসী খেলা দেখে সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি প্রতিপক্ষ বোলারদের কপালে ভাঁজ পড়ছে। পাকিস্তানের বিপক্ষে আজকের লড়াইতেও অভিষেককে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
অভিষেকের দুর্দান্ত ফর্ম
১৬ বলে ৩০, ১৩ বলে ৩১, ১৫ বলে ৩৮-তিন ম্যাচ মিলিয়ে স্ট্রাইক রেট ২২৫। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক অভিষেক। ছক্কা মেরেছেন ৭টি, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। শুরুতেই এমন বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই ভারতীয় দলের ওপরে চাপ আসছে না। প্রতিপক্ষ বোলাররাও প্রথম ওভার থেকে মানসিক চাপে পড়ে যাচ্ছেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ–উল–হক মনে করেন, অভিষেককে দ্রুত আউট করাই ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের চাবিকাঠি। তিনি পিটিভি স্পোর্টসে আলোচনা করতে গিয়ে বলেন-
- পেসারদের ভূমিকা: “অভিষেককে আউট করতে হলে প্রথম কয়েক বলে স্টাম্পে আঘাত করতে হবে। সামান্য ভেতরে ঢোকানো বল গুড লেংথে ফেলতে পারলে সুযোগ তৈরি হবে।”
- স্পিনের ব্যবহার: “যদি উইকেট মন্থর হয়, তাহলে অফ স্পিনার কাজে আসতে পারে। সাইম আয়ুবকে বোলিংয়ে আনা যেতে পারে। বল আটকে গেলে অভিষেক ভুল করতে পারে।”
আগের ম্যাচে কী হয়েছিল?
১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে সাইম আয়ুবের স্লোয়ার অফ ব্রেকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন অভিষেক। তবে ততক্ষণে তিনি ১৩ বলে ৩১ রান করে ভারতের পক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে ফেলেছিলেন। মিসবাহর মতে, অভিষেককে আউট করতে ঝুঁকি নিতে হবে, কারণ তিনি থাকলে ভারতীয় ব্যাটিং লাইনে চাপ তৈরি হয় না।
ভারতীয় ক্রিকেটের ধারাবাহিকতা নিয়ে শোয়েব মালিকের মন্তব্য
একই অনুষ্ঠানে সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, ভারতীয় ক্রিকেটে কখনো তারকা খেলোয়াড়দের অবসরে শূন্যতা তৈরি হয় না। শচীন–দ্রাবিড়–গাঙ্গুলী–শেবাগ থেকে শুরু করে রোহিত–কোহলি-সবাইকে আগেভাগেই বিকল্প দিয়ে সাজিয়েছে ভারত। এ কারণেই তাদের দল এখনো বিশ্বের এক নম্বর।
আরো পড়ুন: অভিষেক শর্মাকে থামানোর দুটি উপায় বললেন সাবেক অধিনায়ক মিসবাহ।
অভিষেক শর্মার ব্যাট থেকে যদি আবারও ঝড় ওঠে, পাকিস্তানের বোলারদের জন্য ম্যাচ কঠিন হয়ে যাবে। তবে মিসবাহর নির্দেশনা কাজে লাগাতে পারলে পাকিস্তান ম্যাচে ফিরতে পারে। এখন দেখার বিষয়, শাহিন আফ্রিদি–সাইম আইয়ুবরা কি মিসবাহর পরামর্শ মাঠে কাজে লাগাতে পারেন?
ডিসক্লেমার এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা হয়েছে।