Tuesday, January 27, 2026
Homeভারত-পাকিস্তান ম্যাচ এর নতুন রেকর্ডের হাতছানি, চোখ দুবাইয়ে।

ভারত-পাকিস্তান ম্যাচ এর নতুন রেকর্ডের হাতছানি, চোখ দুবাইয়ে।

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই কোটি ভক্তের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। মাঠে নামার আগে থেকেই টিভি পর্দার সামনে গড়ে ওঠে উৎসবের আমেজ। দুই প্রতিবেশীর ম্যাচ মানে শুধু খেলা নয়—এটা আবেগ, ইতিহাস আর প্রতিদ্বন্দ্বিতার এমন এক গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজকের ম্যাচে আবারও সেই উত্তেজনার আগুন জ্বলে উঠেছে দুবাইয়ে।

পাকিস্তানের ভক্তরা হয়তো ভুলে গেছেন, শেষ কবে তাদের দল ভারতের বিপক্ষে জিতেছিল। উত্তরটা তিন বছর আগের। ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপে মোহাম্মদ নেওয়াজের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ১৮১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই জয় যেন এখন অনেক দূরের স্মৃতি। এরপর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছে পাকিস্তান।

আজকের ম্যাচে কী হতে পারে?

ভারত যদি আজ আবারও জয় পায়, তবে ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হবে। কারণ, ক্রিকেটের ৭৩ বছরের লড়াইয়ে ভারত বা পাকিস্তান কেউই প্রতিপক্ষকে টানা ছয়বার হারাতে পারেনি। ভারত এর আগে একবারই টানা পাঁচ ম্যাচ জিতেছিল-২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে। পাকিস্তানের বিপক্ষেও তাদের জয়ের ধারা অব্যাহত থাকলে এবারই প্রথমবারের মতো সেই সংখ্যা ছয় হবে।

অবশ্য পাকিস্তানের বিপক্ষে ভারতের কষ্টও নতুন কিছু নয়। ১৯৮৭-৮৮ সালে টানা পাঁচ ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। আবার ১৯৯৮-৯৯ সালে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে টানা পাঁচবার জয় পেয়েছিল তারা। সেই সময় দুই দলের মুখোমুখি রেকর্ডে পাকিস্তান অনেক এগিয়ে ছিল তখন পাকিস্তানের জয় ছিল ৫৫, আর ভারতের জয় মাত্র ৩০।

আরো পড়ুন : ভারত-পাকিস্তান দ্বৈরথে নতুন রেকর্ডের হাতছানি, চোখ দুবাইয়ে। 

আজকের ম্যাচ শুধু জয়ের জন্য নয়, ইতিহাস রচনারও লড়াই। ভারত যদি পাকিস্তানকে হারায়, তবে প্রথমবারের মতো টানা ছয় জয়ের স্বাদ পাবে। আর পাকিস্তানের জন্য এটি মর্যাদা রক্ষার ম্যাচ তাদের দরকার পুরোনো লড়াকু মানসিকতায় ফিরতে।

ডিসক্লেমার এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা হয়েছে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ