Friday, September 26, 2025
Homeতাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশের জয়, ছুঁলেন হাজার রানের মাইলফলক।

তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশের জয়, ছুঁলেন হাজার রানের মাইলফলক।

হৃদয় জিতে নিল তাওহিদ হৃদয় | কালবেলা

কখনও কখনও জীবনের সবকিছুই থমকে যায় যেন এগোনো যায় না এক পা-ও। তাওহীদ হৃদয়ের ক্রিকেট জীবনও এমন এক অচলায়তনে আটকে ছিল অনেকদিন। রান পাচ্ছিলেন না, সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হচ্ছিলেন প্রতিদিন। কিন্তু তিনি থেমে থাকেননি। সেই অন্ধকার সময় পেরিয়ে গতরাতে দুবাইয়ের আকাশে নতুন আলো হয়ে জ্বলে উঠলেন বাংলাদেশের এই তরুণ তারকা।

হাজার রানে তাওহীদ হৃদয়ের নাম

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল তাওহীদ হৃদয়ের ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ। উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে যেন সবটুকু ঢেলে দেন তিনি। মাত্র ৩০ বলে তুলে নেন দারুণ এক ফিফটি, আর পুরো ইনিংসে খেলেন ৩৭ বলে ঝকঝকে ৫৮ রান।

তার ব্যাটিংয়ের ওপর ভর করেই বাংলাদেশ ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে মাঠ ছাড়ে। শুধু জয় নয়, এই ম্যাচেই ইতিহাস গড়লেন হৃদয় দেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক।

সমালোচনা থেকে প্রমাণের যাত্রা

প্রায় এক বছর আর ১৫ ইনিংস ধরে তার ব্যাটে ফিফটি আসেনি। রান না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল বারবার। কিন্তু হতাশার সেই সময় পেছনে ফেলে মাঠেই দিয়েছেন জবাব।

আরো পড়ুন : মেলাতে গিয়ে কি আবার ভুল করবে বাংলাদেশ।

তার ব্যাটে এখন পর্যন্ত ৪৫ ইনিংসে ১৬৩ রান, গড় প্রায় ২৮ আর স্ট্রাইক রেট ১২৫—যা ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালায়।

দলের ভরসা হয়ে উঠছেন হৃদয়

বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের অন্যতম ভরসা হয়ে উঠছেন তাওহীদ হৃদয়। রান খরা আর সমালোচনা পেরিয়ে তিনি প্রমাণ করেছেন, চাপ সামলাতে জানলে যেকোনো ক্রিকেটারই আলো ছড়াতে পারে। আর দুবাইয়ের এই রাত শুধু বাংলাদেশ নয়, হৃদয়ের ক্যারিয়ারের জন্যও হয়ে থাকল এক নতুন সূচনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ