Saturday, October 18, 2025
HomeBattle of Galwan: সালমান খানের মুম্বাই শুটিং শুরু হচ্ছে শিগগিরই

Battle of Galwan: সালমান খানের মুম্বাই শুটিং শুরু হচ্ছে শিগগিরই

বলিউড সুপারস্টার সালমান খান Battle of Galwan সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করেছেন লাদাখে। কঠিন আবহাওয়া, কম অক্সিজেন আর চোট-আঘাতের মাঝেও তিনি টানা কাজ করেছেন ১৫ দিন। ৪৫ দিনের লাদাখ শিডিউল শেষে এখন এক সপ্তাহের বিরতি নিয়ে আঘাত সারাচ্ছেন তিনি। এরপর মুম্বাইয়ে শুরু হবে ছবিটির পরবর্তী ধাপের শুটিং, যা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে।

Battle of Galwan: কঠিন শুটিং অভিজ্ঞতা

সালমান খান সম্প্রতি শেষ করেছেন ‘Battle of Galwan’-এর প্রথম শিডিউল। লাদাখের ২-৩ ডিগ্রি তাপমাত্রায় টানা শুটিং করেন তিনি। কম অক্সিজেন আর প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও শুটিংয়ে অংশ নেন, এমনকি শারীরিক আঘাত পেয়েও থামেননি। পুরো শিডিউল ছিল ৪৫ দিনের, এর মধ্যে সালমান ১৫ দিন শুটিংয়ে ছিলেন।

আরো পড়ুন: কল্কি ছেড়ে দিলেন দীপিকা, শাহরুখের কিং’ নিয়েই আবেগঘন পোস্ট

ইন্ডাস্ট্রি সূত্র জানিয়েছে, মাত্র এক সপ্তাহ বিরতির পরই মুম্বাইয়ে শুরু হবে ‘Battle of Galwan’-এর দ্বিতীয় শিডিউল। এ সময় সালমান খান কিছুটা বিশ্রাম নিয়ে আঘাত সারাবেন। ছবিটির প্রথম লুক প্রকাশের পর থেকেই এটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ