এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন নিয়ে লড়াই শুরু হচ্ছে বাংলাদেশ দলের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ এটাই এখন ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল। আফগানিস্তানের বিপক্ষে অদ্ভুত এক একাদশ নামিয়ে জয়ের পরও সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। এবার ভুল সংশোধন করে নতুন চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে দল।
এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে তাদের অপেক্ষা করছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো চ্যাম্পিয়ন দল। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে সেই কঠিন পরীক্ষা।
সর্বশেষ ম্যাচে এক বোলার কম নিয়ে মাঠে নামায় বিপাকে পড়েছিল টাইগাররা। এবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের পরিসংখ্যান বলছে স্পিনাররাই কার্যকর, তাই দলে ফিরতে পারেন শেখ মেহেদী। তবে বিকল্প হিসেবে আছেন তরুণ পেসার তানজিম সাকিবও।
আরো পড়ুন : পাকিস্তান ম্যাচের আগে সতীর্থদের ফোন দরজা বন্ধ করার পরামর্শ সূর্যকুমারের।
সাইফ হাসান ভালো করলেও পারভেজ ইমনকে ফেরানো হতে পারে। ইমন হয়তো নামতে পারেন তিন নম্বরে। অধিনায়ক লিটন দাস ও শামীম পাটোয়ারীর জায়গা নিশ্চিত। তাওহীদ হৃদয় কিংবা জাকের আলির মধ্যে একজন থাকবেন একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- লিটন কুমার দাস (অধিনায়ক)
- তানজিদ হাসান
- সাইফ হাসান
- পারভেজ ইমন
- তাওহিদ হৃদয়
- শামীম হোসেন
- শেখ মেহেদী হাসান / তানজিম সাকিব
- রিশাদ হোসেন
- নাসুম আহমেদ
- মোস্তাফিজুর রহমান
- তাসকিন আহমেদ
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি জয় নয়, বরং ফাইনালের পথে বড় পদক্ষেপ হতে পারে। একাদশের পরিবর্তন কতটা কার্যকর হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আজ রাতের ম্যাচ পর্যন্ত।