Friday, October 3, 2025
Homeশাওমি ১৭ সিরিজ আসছে ৩০ সেপ্টেম্বর, থাকতে পারে নতুন চমক

শাওমি ১৭ সিরিজ আসছে ৩০ সেপ্টেম্বর, থাকতে পারে নতুন চমক

শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল দিন দিন বাড়ছে। আজ (শুক্রবার) প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লু ওয়েইবিং এক ঘোষণায় জানিয়েছেন, তিনি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একটি লাইভস্ট্রিম আয়োজন করবেন, যেখানে নতুন সিরিজকে ঘিরে নানা প্রশ্নের উত্তর দেবেন। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে—শাওমি কেন ১৬ নম্বর সিরিজ বাদ দিয়ে সরাসরি ১৭ সিরিজে আসছে।

সম্ভাব্য উন্মোচনের তারিখ

শিল্প সূত্র জানায়, শাওমি ১৭ সিরিজ আগামী ৩০ সেপ্টেম্বর চীনে উন্মোচিত হতে পারে। যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে সম্প্রতি শাওমি ১৭ প্রো সিরিজের টিজার প্রকাশ করেছে। এতে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক লঞ্চ তারিখ ঘোষণা আসবে।

তিনটি মডেল আসছে বাজারে

প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে তিনটি মডেল থাকছে— শাওমি ১৭, শাওমি ১৭ প্রো ও শাওমি ১৭ প্রো ম্যাক্স। স্ট্যান্ডার্ড সংস্করণের বিস্তারিত তথ্য এখনও সীমিত হলেও প্রো ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।

শক্তিশালী প্রসেসর ও সফটওয়্যার

লিক হওয়া তথ্য অনুযায়ী, শাওমি ১৭ ও ১৭ প্রো-তে থাকবে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। এতে রয়েছে দুইটি পারফরম্যান্স কোর (৪.৬১ গিগাহার্টজ) এবং ছয়টি এফিসিয়েন্সি কোর (৩.৬৩ গিগাহার্টজ)। গিকবেঞ্চ স্কোরে ফোনটি সিঙ্গেল-কোরে ৩,০৯৬ এবং মাল্টি-কোরে ৯,৩৮২ পয়েন্ট অর্জন করেছে, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটিতে থাকছে ১৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক HyperOS 3।

আরো পড়ুন: iPhone 17 Pro-এর জন্য সেরা এক্সেসরিজ: যেগুলো সত্যিই কাজে লাগবে

নতুন ডিজাইন ও ডিসপ্লে ফিচার

শাওমি ১৭ প্রো সিরিজে ফিরছে ব্যাক ডিসপ্লে। “Magic Back Screen” নামের এই ফিচারটি ক্যামেরা মডিউলের চারপাশে আড়াআড়ি আকারে স্থাপন করা হয়েছে। এতে ঘড়ির ডায়াল, অ্যাভাটার, জিআইএফ ব্যবহার করা যাবে। পাশাপাশি সেলফি ভিউফাইন্ডার, স্মার্ট হোম কন্ট্রোল এবং শর্টকাট প্যানেল হিসেবেও কাজ করবে এই সেকেন্ডারি ডিসপ্লে।

ক্যামেরা লাইকাকার টিউনিংয়ে

শাওমি ১৭ প্রো-তে থাকছে ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর (f/1.67 অ্যাপারচার), ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। টেলিফটো লেন্সে থাকবে ৫ গুণ অপটিক্যাল জুম (f/3.0)। প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে জুম লেন্সের অ্যাপারচার আরও উজ্জ্বল (f/2.6) হবে বলে জানা গেছে। পূর্বের মতোই লাইকাকার সঙ্গে যৌথভাবে ক্যামেরাগুলো টিউন করা হয়েছে।

যদিও শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক লঞ্চ তারিখ নিশ্চিত করা হয়নি, বিভিন্ন সূত্রের তথ্য ও সাম্প্রতিক টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষেই প্রযুক্তিপ্রেমীরা শাওমি ১৭ সিরিজ হাতে পেতে পারেন। শক্তিশালী প্রসেসর, নতুন ব্যাক ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সিস্টেমের কারণে এই সিরিজটি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ