এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ফলে নিশ্চিত হয়েছে টাইগারদের সুপার ফোরে ওঠা, আর সেই সঙ্গে ঠিক হয়েছে লিটন দাসদের সামনে অপেক্ষমান চ্যালেঞ্জিং সূচি।
বাংলাদেশ গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে, তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের এই লড়াইয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তানও। ফলে চার দল নিয়ে শুরু হচ্ছে আসল প্রতিদ্বন্দ্বিতা।
সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ সূচি
বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, দুবাইয়ে। এরপর একই ভেন্যুতে ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ২০ সেপ্টেম্বর ২০২৫: কোথায় বৃষ্টি, কোথায় রোদ?
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচগুলো যে কঠিন পরীক্ষার সামনে ফেলবে, তা বলাই বাহুল্য। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। তাই টাইগারদের সামনে তিন ম্যাচেই লড়াই করে জায়গা করে নিতে হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুপার ফোরে প্রতিটি ম্যাচের জন্য। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় আদায় করে ফাইনালে জায়গা করে নেওয়াই এখন লিটন দাসদের মূল লক্ষ্য।