Friday, September 26, 2025
Homeসাইবার ৭১-এর ফেসবুক পেজ হ্যাক করে নাম দিয়েছে সুইপার-৭১

সাইবার ৭১-এর ফেসবুক পেজ হ্যাক করে নাম দিয়েছে সুইপার-৭১

দেশের শীর্ষ এথিক্যাল হ্যাকার সংগঠন সাইবার ৭১-এর ফেসবুক পেজ হ্যাক হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের ঘটনা হিসেবে ‘Silent Takeover’ নামের একটি হ্যাকার গ্রুপ পেজ হ্যাকের দায় স্বীকার করে। হ্যাক হওয়ার পর পেজটির নাম বদলে রাখা হয়েছে ‘সুইপার ৭১’।

হ্যাকারদের বার্তা ও প্রতিক্রিয়া

পেজ হ্যাকের পর এক স্ট্যাটাসে গ্রুপটি লিখেছে, “The biggest ha***cking community is ha***cked by Silent Takeover. Unseen, Unstoppable।” অর্থাৎ, দেশের সবচেয়ে বড় হ্যাকিং কমিউনিটিকে তারা অদৃশ্য ও অপ্রতিরোধ্য শক্তি দিয়ে দখলে নিয়েছে বলে দাবি করে।

এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সাইবার ৭১: যাত্রা ও অবদান

২০১২ সালের ৮ মার্চ “We Hack to Protect Bangladesh” স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সাইবার ৭১। এর পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল জাবের। প্রযুক্তিপ্রেমী তরুণ ও নিরাপত্তা বিশ্লেষকদের অন্যতম বৃহৎ এই প্ল্যাটফর্মে সদস্য ছিল ২০ লাখেরও বেশি।

আরো পড়ুন: বিশ্ব বাঁশ দিবস আজ: বাঁশের ব্যবহার ও বৈশ্বিক গুরুত্ব

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সাইবার জগতে সচেতনতা তৈরির কাজ করে আসছে। ফেলানী হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতীয় সাইবার স্পেসে কার্যক্রম চালিয়ে তারা আলোচনায় আসে। পরবর্তীতে রোহিঙ্গা নিপীড়নের সময় মিয়ানমারের সাইবার পরিসরে হামলা চালিয়ে আবারও শিরোনামে উঠে আসে সাইবার ৭১।

বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক নানা ইস্যুতেও সক্রিয় ছিল সাইবার ৭১। বিশেষ করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দমন-পীড়নের প্রতিবাদে তারা আন্তর্জাতিক হ্যাকারদের সঙ্গে সংহতি প্রকাশ করে। এতে সংগঠনটির পরিচিতি আরও বিস্তৃত হয়।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ