জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সব ধরনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশের পর অব্যাহতি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর শিরীন আক্তারকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে সেই নোটিশের পরও তার বিরুদ্ধে নতুন করে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে অভিযোগটি সত্য বলে প্রতীয়মান হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিন কার্যদিবসে ব্যাখ্যা চাওয়া
এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি: যেখানেই থাকুন, হামাস নেতারা রেহাই পাবেন না
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও বিব্রতকর মন্তব্য করার অভিযোগে শিরীন আক্তারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে রোববারই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
চলতি বছরের মার্চ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব পালন করছিলেন শিরীন আক্তার শেলী। তিনি বর্তমানে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্বে আছেন।