ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের ৩৫তম জন্মদিনে পেলেন দারুণ এক উপহার। এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। শুধু জয়ই নয়, দর্শকেরা একসঙ্গে দাঁড়িয়ে গান গেয়ে তার জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন।
জন্মদিনে অধিনায়কের সেরা উপহার
১৪ সেপ্টেম্বর, ১৯৯০ সালে জন্ম নেওয়া সূর্যকুমার যাদব রবিবার ৩৫ বছরে পা রাখলেন। দিনটিকে স্মরণীয় করে রাখল পাকিস্তানের বিপক্ষে জয়। পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১২৭/৯ রানেই থেমে যায়।
আরো পড়ুন: ‘হাত না মেলানোয় ভারতের আচরণ পাকিস্তানে তৈরি করল ক্ষোভ’
চেজ করতে নেমে আবিষেক শর্মা ঝড় তুললেন ১৩ বলে ৩১ রান করে। এরপর নম্বর তিনে নামা সূর্যকুমার যাদব দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৭ রান করে এবং শেষটা করেন দারুণ এক ছক্কায়। ভারতের জয় আসে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে।
দুবাই স্টেডিয়ামে জন্মদিনের সুর
ম্যাচ শেষে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে আলাপে অংশ নেন সূর্যকুমার। সে সময় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শক একসঙ্গে গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থডে’ গান। মাঞ্জরেকারও শুভেচ্ছায় যোগ দেন। প্রতিক্রিয়ায় সূর্য বলেন— “দেশকে এ জয় উপহার দিতে পারাই আমার জন্মদিনের সেরা রিটার্ন গিফট।”
আরো পড়ুন: ফ্লিকের জাদুতে ৬-০ ব্যবধানে জয় – লা লিগায় ইতিহাস গড়ল বার্সেলোনা
রোহিত শর্মার অবসরের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেন সূর্যকুমার। আর সেই ম্যাচেই এমন জয় তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। ম্যাচ শেষে তিনি জয় উৎসর্গ করেন ভারতের সেনাবাহিনীকে এবং জানান, পুরো দল দেশের পাশে আছে।
সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও পাহালগামের মর্মান্তিক ঘটনার পর ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল। এমনকি হ্যান্ডশেক বিতর্ক নিয়েও আলোচনা চলছিল। তবে মাঠে ভারতীয় দলের নিয়ন্ত্রিত পারফরম্যান্স সব বিতর্ক ছাপিয়ে ক্রিকেটকেই বড় করে তুলেছে।