Wednesday, September 17, 2025
HomeYamaha XSR155 ভারতে স্পাই শট: সম্ভাব্য লঞ্চ ১১ নভেম্বর

Yamaha XSR155 ভারতে স্পাই শট: সম্ভাব্য লঞ্চ ১১ নভেম্বর

ইন্ডিয়ান বাজারে প্রোডাক্ট পোর্টফোলিও বৈচিত্র্য আনতে যামাহা প্রস্তুতি নিচ্ছে। এই জাপানি বাইক নির্মাতা সম্প্রতি Yamaha XSR155-এর স্পাই শট ভারতীয় রাস্তায় পরীক্ষা চালানোর সময় ক্যাপচার হয়েছে। ধারণা করা হচ্ছে, এই মডেল নভেম্বর ১১ তারিখে লঞ্চ হতে পারে।

ডিজাইন ও স্টাইল

Yamaha XSR155-এর ডিজাইন নতুন-রেট্রো ভাষায় তৈরি হয়েছে। স্পাই শট অনুযায়ী, বাইকে আছে গোলাকার হেডলাইট, ফ্ল্যাট সিট, টিয়ার-ড্রপ আকারের ফুয়েল ট্যাংক এবং উলম্ব বসার পজিশন। R15 V4-এর ভিত্তিতে তৈরি এই এন্ট্রি-লেভেল স্পোর্টসবাইকটি দেখতে একেবারে ন্যো-রেট্রো স্টাইলের।

আরো পড়ুন: ২০২৫ ইয়েজদি রোডস্টার ফার্স্ট রাইড রিভিউ

ফিচার ও প্রযুক্তি

নতুন Yamaha XSR155-এ রয়েছে সার্কুলার LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সামনে USD টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে মনো-শক সাসপেনশন দেওয়া হয়েছে। ডিস্ক ব্রেক আছে উভয় চাকার জন্য। প্রযুক্তিগত দিক থেকে, বাইকটি ডুয়াল-চ্যানেল ABS-সহ আসার সম্ভাবনা আছে। তবে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন বা কানেক্টিভিটি ফিচার বাদ দেওয়া হতে পারে।

Yamaha xsr155 ভারতে স্পাই শট সম্ভাব্য লঞ্চ ১১ নভেম্বর 2
ছবি: সংগৃহীত

লঞ্চের সম্ভাবনা

যামাহা সম্প্রতি “Block Your Date” আয়োজিত আমন্ত্রণিকার মাধ্যমে নভেম্বর ১১-এর ইভেন্টের কথা ঘোষণা করেছে। স্পাই শট এবং বাজার বিশ্লেষণ অনুযায়ী, Yamaha XSR155-এর লঞ্চের সম্ভাবনা বেশি। যদিও Nmax 155 ম্যাক্সি-স্কুটারের লঞ্চের সম্ভাবনাও সম্পূর্ণভাবে বাতিল করা যায়নি।

আরো পড়ুন: Maruti Nexa ডিসকাউন্টস ২০২৫: GST 2.0 সুবিধা পাচ্ছেন এখনই!

নতুন Yamaha XSR155 ন্যো-রেট্রো ডিজাইন, আধুনিক ফিচার এবং আরামদায়ক রাইডিং পজিশনের মাধ্যমে ভারতের এন্ট্রি-লেভেল স্পোর্টসবাইক সেগমেন্টে আকর্ষণ তৈরি করতে পারে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ