Wednesday, September 17, 2025
Homeপদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন শুরু, রেজিস্ট্রেশন ও রিচার্জ যেভাবে করবেন

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন শুরু, রেজিস্ট্রেশন ও রিচার্জ যেভাবে করবেন

পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই টোল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হবে। ব্যবহারকারীরা প্রথমে TAP অ্যাপের D-Toll অপশন ব্যবহার করে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করবেন এবং RFID বুথে প্রথমবার চেকিং শেষ করলে, ন্যূনতম ৩০ কিমি/ঘণ্টা গতিতে সেতু পার হতে পারবেন। ভবিষ্যতে আরও ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে এই সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পদ্মা সেতুতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) শুরু হয়েছে, যা সোমবার (১৫ সেপ্টেম্বর) লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে। এই সিস্টেম ব্যবহার করে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেনে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় দুপুর ২টা থেকে এই সেবা কার্যকর হচ্ছে।

রেজিস্ট্রেশন ও ব্যবহার প্রক্রিয়া

ইটিসি সিস্টেম ব্যবহার করতে চাইলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপ-এ যান এবং ‘D-Toll’ অপশন ব্যবহার করে:

  • গাড়ি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে।

এরপর পদ্মা সেতুর RFID বুথে প্রথমবারের মতো ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলে গাড়ি ন্যূনতম ৩০ কিমি/ঘণ্টা গতিতে লেন ব্যবহার করতে পারবে এবং টোল স্বয়ংক্রিয়ভাবে কাটবে।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করলো কলেজ শিক্ষকদের ষষ্ঠ ব্যাচের সিপিডি প্রশিক্ষণ

ভবিষ্যত পরিকল্পনা

ভবিষ্যতে TAP-এর পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে ETC সেবার সংযোগ করার পরিকল্পনা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের a2i (এটুআই) এই উদ্যোগে কাজ করছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ